জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস (Instant Messaging Service) হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন। মেটা (Meta) পরিচালিত এই অ্যাপের ডেস্কস্টপ (Desktop) ভার্সনে বন্ধ করে দেওয়া হল গুরুত্বপূর্ণ ফিচার। হোয়াটসঅ্যাপ ডেস্কটপে ভিউ ওয়ান্স মেসেজ (view once messages) অপশন আর উপলব্ধ নেই। ভিউ ওয়ান্স মেসেজের ক্ষেত্রে রাইট ক্লিক করলে দেখিয়ে দেওয়া হচ্ছে ফোন থেকে আপনি এই ফিচার ব্যবহার করতে পারবেন। নতুন আপডেট মারফৎ ধীরে ধীরে এই ফিচার (Feature) আনছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আসতে আসতে সমস্ত ডেস্কটপ ইউজারদের জন্য স্টেবল আপডেট পাঠিয়ে এই ফিচারের সাপোর্ট বন্ধ করতে চলেছে মেটা।(Meta)।
হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ান্স মেসেজ পাঠানো এবং পড়ার ক্ষেত্রে এই ফিচার্স আসার ফলে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে এটি অতিরিক্ত সুরক্ষা স্তর (Extra Layer of Protection) প্রদান করছে মেটা। অর্থাৎ আপনি যদি কারও পাঠানো ভিউ ওয়ান্স মেসেজ ফোনে পড়ে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ ডেস্কটপে এসে আর তা আপনি পড়তে পারবেন না। আবার আপনি ডেস্কটপ থেকে পাঠাতেও পারবেন না ভিউ ওয়ান্স মেসেজ। আপতত এই ফিচার আপডেট বিটা টেস্টারদের (Beta Testers) জন্যই উপলব্ধ রয়েছে। নন-বিটা ইউজাররা (Non-Beta Users) আপাতত ফোনে ভিউ ওয়ান্স মেসেজ পড়ার পর, তা ডেস্কটপে গিয়েও পড়তে পারবেন।
আরও পড়ুন: Benjamin Netanyahu: ইজরায়েলে ফের ক্ষমতায় নেতানিয়াহু! কী বলছে এগজিট পোল?
যদিও ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এখনও স্ক্রিনশট ব্লকিং ফিচার (Screenshot Blocking Feature) আনেনি। অর্থাৎ নির্দিষ্ট সময় পর হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ (Disappearing Message) আপনি পড়ার পর স্ক্রিনশট (Screenshot) নিয়ে রাখতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ এই ফিচার চালু করলেও ইউজাররা অন্য কোনও ফোনের মাধ্যমে স্ক্রিনশট নিয়ে রাখতেই পারেন ভবিষ্যতে ব্যবহারের জন্য। একইভাবে ভিউ ওয়ান্স মেসেজের ক্ষেত্রেও ইউজার সংশ্লিষ্ট মেসেজের ছবি তুলে রাখতে পারেন দ্বিতীয় কোনও মোবাইল ব্যবহার করে।