ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রামের (Instagram) জন্য অবতার (Avatars) ফিচার অনেক আগেই এনেছে মেটা (Meta)। এবার সেই স্টাইলিং ফিচার ইনস্ট্যামন্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপেও। মেটা’র তৈরি হোয়াটসঅ্যাপ অবতার (WhatsApp Avatars) ফিচার অ্যাপল (Apple Inc)-এর মিমোজি (Memoji) এবং স্ন্যাপচ্যাট (Snapchat)–এর বিটমোজির (Bitmoji) আদলে তৈরি। এতদিন এই ফিচার বিটা টেস্টারদের (Beta Testers) জন্য উপলব্ধ ছিল। গত বুধবার থেকে এই ফিচার সব ইউজারদের (All Users) জন্যই উপলব্ধ করছে মেটা। এই ফিচারের সাহায্যে চ্যাটিং অভিজ্ঞতা আরও পার্সোনালাইজড হবে। স্টিকার হিসেবে নিজের হোয়াটসঅ্যাপ অবতার আপনি অন্যান্যদেরও পাঠাতে পারবেন। অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) উভয় প্ল্যাটফর্মের সকল ইউজারদের জন্যই এই ফিচার আপডেট (Feature Update) পাঠাচ্ছে মেটা।
আরও পড়ুন: Narendra Modi: গুজরাতের মানুষ ইতিহাস সৃষ্টি করল, দিল্লির বিজয় সমাবেশে দাবি মোদির
হোয়াটসঅ্যাপ অবতার (WhatsApp Avatars)
যাঁরা আইফোন ইউজার (iPhone Users) তাঁরা অবতার ফিচার ঠিক কী, সে সম্পর্কে অবগত। অ্যান্ড্রয়েড ইউজারদের (Android users) ক্ষেত্রে অবশ্যই এটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। অবতার ফিচারের মাধ্যমে আপনি নিজের পার্সোনালাইজড ফিচার (Personalized Feature) তৈরি করতে পারবেন। আপতত নতুন পাঠানো আপডেটে ৩৬টিরও বেশি কাস্টম স্টিকার অপশন (More than 36 Custom Sticker Options) পাবেন আপনি। চাইলে আপনি ব্যক্তিগত অবতার প্রোফাইল পিকচার (Profile Picture) হিসেবেও ব্যবহার করতে পারবেন।
WhatsApp is rolling out avatars to everyone on Android and iOS!
Let’s create a new digital expression by setting up an avatar to use as a sticker on WhatsApp!https://t.co/ck3JTtiyJS
— WABetaInfo (@WABetaInfo) December 7, 2022
হোয়াটসঅ্যাপ অবতার তৈরি করার সময় আপনি সংশ্লিষ্ট অপশনে হেয়ারস্টাইল (Hairstyle), পোশাক (Clothings), ফেসিয়াল ফিচার (Facial Feature) এবং নিজের লুককে (Your Looks) আরও অনেক রকম স্টাইল দিতে পারবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে যেমন অবতার ফিচার উপলব্ধ করেছে মেটা, হোয়াটসঅ্যাপেও ঠিক সেরকমই অভিজ্ঞতা পাবেন ইচ্ছুক ইউজার।
মেটা কর্ণধার মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) তাঁর বিবৃতিতে জানিয়েছেন, “আমরা হোয়াটসঅ্যাপে অবতার আনছি! এবার আপনি আপনার অবতার স্টিকার হিসেবে চ্যাটেও ব্যবহার করতে পারবেন। আমাদের সমস্ত অ্যাপেই আরও অনেক স্টাইল আসবে।”