অবশেষে ভিউ ওয়ান্স (View Once) ফিচার চালু করল হোয়াটসআপ (WhatsApp)। ব্যবহারকারীরা এই ফিচারের মাধ্যমে কোনও ছবি বা ভিডিও অপর ব্যবহারকারীকে পাঠালে সেই ব্যক্তি শুধুমাত্র একবার এই ছবি বা ভিডিও দেখতে পাবেন। প্রথমবার ওপেন করা বা দেখার পর পাঠানো ছবি বা ভিডিও ‘ডিসঅ্যাপিয়ার’ (Disappear) হয়ে যাবে অর্থাৎ যাঁকে পাঠানো হল তাঁর ফোন থেকে ডিলিট হয়ে যাবে।
বছরের শুরুতেই প্রাইভেসি পলিসি আপডেট প্রসঙ্গে চরম অপদস্থ হতে হয় হোয়াটস অ্যাপকে। ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তা রক্ষায় নিজেদের ব্যর্থতা নিয়ে চূড়ান্ত আলোচনার মুখে পড়ে এই সংস্থা। এই সুযোগে ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে টেলিগ্রাম (Telegram), সিগন্যাল(Signal) ও ভাইবারের(Viber) মতো মেসেনজার অ্যাপ।
কেন এই ফিচার
এরপরই অনেকটা ইমেজ মেকওভারের পথে হেঁটে একের পর এক ফিচার আনতে শুরু করে হোয়াটসঅ্যাপ। এই পদক্ষেপেরই অন্যতম এই ভিউ ওয়ান্স ফিচার। এখনও পর্যন্ত হোয়াটস অ্যাপের মাধ্যমে ছবি বা ভিডিও যখন অন্য ব্যবহারকারীদের পাঠানো হয় তখন সেই ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি বা ভিডিও পাঠালে সেটা আর হবে না।
এই ফিচারের সুবিধে
ব্যবহারকারীদের গোপনীয়তার স্বার্থে এই ফিচার বলে প্রায় দু’মাস আগেই বিভিন্ন সোশাল মিডিয়াতে সংস্থার তরফে জানানো হয়। ভিউ ওয়ান্স ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য যেমন ওয়াই-ফাই পাসওয়ার্ড বা ব্যাঙ্ক ডিটেলস বা গোপন কোনও তথ্যের আদানপ্রদানে বাড়তি সাবধানতা বজায় থাকবে।
ভিউ ওয়ান্স সুবিধে দেয় এই অ্যাপগুলিও
এই ভিউ ওয়ান্স ফিচারটি অপর একটি জনপ্রিয় অ্যাপ স্নাপ চ্যাট থেকে অনুপ্রাণিত। এই ফিচার দীর্ঘদিন ধরেই ব্যবহার করছেন স্নাপচ্যাটের ব্যবহারকারীরা। একইভাবে ইনস্টাগ্রাম ডিএম-এ (ডিরেক্ট মেসেজে ) এই ভিউ ওয়ান্স ছাড়া এই ফিচার চালু বেশ কিছু সময় ধরেই চালু আছে।
কীভাবে ব্যবহার করবেন এই ফিচার
হোয়াটসঅ্যাপে একটি চ্যাট ওপেন করুন। এ বার যেই ছবি বা ভিডিওটা আপনি পাঠাতে চাইছেন সেটি বেছে নিন। ছবিটি পাঠানোর সময় টেক্স বক্সে একটা বৃত্তের মধ্যে সংখ্যা ১ লেখা দেখতে পাবেন। এই ১-এ ক্লিক করুন। দেখবেন আপনার স্ক্রিনে তৎক্ষণাৎ একটি ‘ফোটো সেট টু ভিউ ওয়ান্স’ লেখা মেসেজ ভেসে উঠবে। ব্যস, এ বার যাঁকে এই মেসেজ সেন্ট করবেন তিনি ওপেন করে একবার দেখলেই নিজে থেকে এই ছবি বা ভিডিও ডিলিট হয়ে যাবে।
New feature alert!
You can now send photos and videos that disappear after they’ve been opened via View Once on WhatsApp, giving you more control over your chats privacy! pic.twitter.com/Ig5BWbX1Ow
— WhatsApp (@WhatsApp) August 3, 2021
কতটা সফল এই ফিচার
ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে পাঠানো ছবি বা ভিডিও দেখা হয়ে গেলে সেন্ডারের কাছে নোটিফিকেশন যাবে। যদি রিসিভার হোয়াটস অ্যাপে রিড রিসিপ্ট ফাংশান ডিসেবেল করে রাখে তখনও সেন্ডারের কাছে ‘ওপেন্ড’ লেখা নোটিফিকেশন আসবে। রিসিভার ভিউ ওয়ান্স মেসেজ না খুলে থাকলে সেটা ১৪ দিন পর্যন্ত থাকবে। এরপর আপনা থেকেই মুছে যাবে। তবে এই ছবি বা ভিডিও-র যদি স্ক্রিনশট নেওয়া হয় তা হলে কিন্তু সেন্ডার জানতে পারবে না। স্ন্যাপচাটে কিন্তু ব্যবহারকারীদের এই সুবিধে দেওয়া হয়।
আরও পড়ুন: ইন্টারনেটের ফাঁদ থেকে কীভাবে বাঁচবেন?