নিত্যদিন ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে টুইটার (twitter)। সেই সব ফিচার (Feature) বা আপডেটের (Update) জন্য বরাবরই খবরের শিরোনামে উঠে এসেছে টুইটারের মালিক ইলন মাস্ক (Elon Mask)। তবে এবার ব্যবহারকারীদের জন্য খুবই দরকারি একটি ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে টুইটার। সেটি হল ভুয়ো খবর (Fake News) চেনা। অর্থাৎ টুইটার ঘাঁটতে ঘাঁটতে কোনও খবর ভুয়ো কিনা তা এবার অনায়াসেই জানতে পারবেন ব্যবহারকারীরা। টুইটারের এই ফিচারের নাম ‘নোটস অন মিডিয়া’। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভ্রান্তিমূলক খবর সহজে বুঝতে পারবেন।
এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ভুয়ো খবর ছড়ানোর অন্যতম মাধ্যম। অনেক সময় ব্যবহারকারীরা বুঝতে পারেন না কোনটা আসল খবর, আর কোনটা ভুয়ো। আর তাই ব্যবহারকারীদের সুবিধার জন্য টুইটারে একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। বিষয়টা অনেকটা ফ্যাক্ট চেকিংয়ের মতো। যেসব ছবি বা ভিডিয়ো সামনে আসবে টুইটারের ‘কমিউনিটি নোট ফর মিডিয়া’ ফিচারের সাহায্যে তা যাচাই করে দেখা হবে। ওই নির্দিষ্ট ওয়েবসাইটের ক্রাউড সোর্স ফ্যাক্ট খতিয়ে দেখা হবে। তারপর ব্যবহারকারীদের জানানো হবে ওই সব ছবি বা ভিডিও আসল নাকি ভুয়ো।
আরও পড়ুন: Wrestlers Protest | কুস্তিগিরদের চোখের জল হরিয়ানায় বিজেপির ফেরার পথে কাঁটা ছড়াচ্ছে
অনেক সময়ই ভুয়ো খবরের জেরে মারাত্মক বিপদের মুখে পড়েন ব্যবহারকারীরা। সেই সমস্যা এড়াতে টুইটারে আসছে নোটস অন মিডিয়া ফিচার। একটি ছবিতে কোনও নোট লাগানো থাকলে তার সাহায্যে সাম্প্রতিক এবং ভবিষ্যতের সামঞ্জস্যমূলক ছবি পাওয়া যাবে। ব্যবহারকারীরা বেশ কিছু টুইটে নতুন অপশন দেখতে পাবেন। সেখানে নোট মার্ক করার সুবিধা দেওয়া হবে। তবে এই অপশন তখনই বেছে নেওয়া যাবে বা সিলেক্ট করা যাবে যখন মনে করা হবে যে ওই ছবি বা ভিডিও বিভ্রান্তিমূলক।