আমেরিকান টেক জায়ান্ট গুগল (Google) নতুন ফিচার এনেছে ইন্টারনেট দুনিয়ার জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম (Google Chrome)-এ। গত অক্টোবর থেকে এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল অ্যালফাবেট (Alphabet Inc) পরিচালিত গুগল। টেস্টিং পিরিয়ড এখন শেষ, এবার সবার জন্যই উপলব্ধ গুগল ক্রোমের নতুন ফিচার। নতুন এই ফিচারের নাম ‘পাসকিস (Passkeys)’। এই ফিচার আসায় ইউজারকে আর কোনও পাসওয়ার্ড মনে রাখতে হবে। বলা হচ্ছে, এটা হল পাসওয়ার্ড (Password) এবং অন্যান্য অথেন্টিকেশন ফিচার (Other Authentication Features)-এর রিপ্লেসমেন্ট।
Passkeys কী?
আমরা সবাই এখন কমবেশি ডিজিটাল দুনিয়ার বাসিন্দা। দিনের অধিকাংশ সময়টাই প্রায় আমাদের এখানে অতিবাহিত করতে হয়। বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে গিয়ে পাসওয়ার্ড জিনিসটা আমাদের জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। ডিজিটাল দুনিয়ায় পাসওয়ার্ড হল আমাদের প্রথম সুরক্ষা কবচ (First Layer of Protection)। তবে বর্তমানে যেভাবে এই পাসওয়ার্ড ফাঁস (Password Leak) হওয়ার ঘটনা ঘটছে, তাতে ইউজারদের (Users) সমস্ত তথ্য হাতে চলে যাচ্ছে হ্যাকারদের (Hackers) হাতে। তারপর তা চড়া দামে বিক্রিও হচ্ছে। টেক জায়ান্ট গুগল এই ধরনের তথ্য চুরি (Data Theft) বন্ধ করতে ২-স্টেপ ভেরিফিকেশন (2-Step Verification) এবং গুগল পাসওয়ার্ড ম্যানেজার (Google Password Manager)-এর মতো সুরক্ষা কবচের ফিচার চালু করেছে ডিজিটাল দুনিয়ায় ইউজার যাতে নিশ্চিন্তে কাজ করতে পারেন। তবে গুগল চাইছে, ইউজাররা এবার পাসওয়ার্ডলেস অথেন্টিফিকেশন (Passwordless Authentication)-এর দিকে ঝুঁকুন। সেই ফিচারই হল Passkeys।
আরও পড়ুন: TikTok Ban: চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ‘টিকটক’ সম্পূর্ণ নিষিদ্ধ করার পথে তাইওয়ান!
Passkeys দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। ফলে সার্ভার ব্রিচ (Server Breach) হয়ে তথ্য চুরি যাওয়ার ভয় নেই। ফিশিং অ্যাটাক (Phishing Attack) থেকেও ইউজাররা সুরক্ষিত থাকবেন। সবচেয়ে বড় সুবিধা হল, এই ফিচার আপনি ভিন্ন অপারেটিং সিস্টেম এবং ব্রাউজার ইকোসিস্টেম (Operating Systems and Browser Ecosystems)-এও প্ল্যাটফর্মেও ব্যবহার করতে পারবেন। এটি ওয়েবসাইট এবং অ্যাপ উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
কীভাবে ব্যবহার করবেন?
এই মুহূর্তে উইন্ডোজ ১১ (Windows 11), ম্যাকওএস (macOS) এবং অ্যান্ড্রয়েড (Android), এই তিনটি প্ল্যাটফর্মের জন্য Passkeys-এর সুবিধা দিচ্ছে ক্রোম। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, গুগল পাসওয়ার্ডের ম্যানেজারের সঙ্গে অনায়াসে নিরাপদভাবে সিঙ্ক (Securely Sync) হয়ে যাবে। অ্যান্ড্রয়েডের আগামী সমস্ত ভার্সন (Future Versions of Android) এবং অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজারের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। একবার Passkey আপনার ডিভাইসে সেভ হয়ে গেলে, সেই ডিভাইসে আপনি যেখানেই লগইন করতে যান, সেখানে অটোফিল (Autofill) হয়ে যাবে সংশ্লিষ্ট তথ্য। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে কোড জেনারেট হবে, সেই কোড আপনাকে দিতে হবে। উইন্ডোজ এবং ম্যাক, উভয় ধরনের অপারেটিং সিস্টেমে উপলব্ধ ক্রোম বাউজার থেকে এই Passkeys নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজার।