প্রযুক্তির দুনিয়ায় অন্যতম চমকপ্রদ আবিষ্কার এআই। বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intellegence)। কৃতিম বুদ্ধিমত্তা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। সোজা কোথায় একটা যন্ত্রকে মানমাসের মতো বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করানো বা বিশ্লেষণ করানোর ক্ষমতাকে কৃত্তিম বুদ্ধিমত্তা বলা হয়। এতদিন চ্যাটজিপিটির (ChatGPT) কোনও মোবাইল অ্যাপ ছিল না।ওয়েব ভিত্তিক ইটারফেসেই চলতো চ্যাটজিপিটি।
কিছুদিন আগেই আইওএস-এর জন্য অ্যাপ নিয়ে আসে চ্যাটজিপিটি। এখন অ্যান্ড্রয়েড মাধ্যমেও লঞ্চ হতে চলেছে ওপেনএআই-এর অ্যাপ চ্যাটজিপিটি। এরই মধ্যে গুগল প্লে স্টোরের তালিকায় এই অ্যাপের নাম দেখা গিয়েছে। ওপেনএআই-এর একটি টুইটে জানা যায়, আগামী সপ্তাহে চ্যাটজিপিটি অ্যান্ড্রয়েড অ্যাপ আসছে হবে। গুগল প্লে স্টোরে প্রি-অর্ডার করার সুবিধাও চালু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Tarak Singh | নিরাপত্তাকর্মীকে সপাটে চড় মারলেন তারক সিং
তবে কবে থেকে চ্যাটজিপিটি অ্যান্ড্রয়েড অ্যাপের রোল আউট শুরু হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। গুগল প্লে স্টোরে এখন রেজিস্টার করে রাখলে অ্যাপ লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই তা উপলব্ধ হবে ব্যবহারকারীদের কাছে। এ বছর মে মাসে আইওএস ভার্সনে চ্যাটজিপিটি অ্যাপ লঞ্চ হওয়ার পর থেকেই অ্যান্ড্রয়েড অ্যাপের অপেক্ষায় ছিলেন ব্যবহারকারীরা।এবার সেই অপেক্ষারই অবসান হতে চলেছে।