হিন্দুত্ববাদ নিয়ে বার বারই সরব হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কারণ বর্তমান টেকনোলজির যুগে সকলেই এখন ফেসবুকের যোগসূত্রে বাধা পড়েছে। যার প্রভাব পড়েছে বেশ ! কিন্তু এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকেই এবার বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনরা। কারণ হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে ফেসবুক। ফলে তৈরি হচ্ছে সাম্প্রদায়িক বিভেদ, এমনটাই অভিযোগ করছেন নেটিজেনরা। যার কারণে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এখন ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ বয়কট ফেসবুক এবং ব্যান এফবি ইন ইন্ডিয়া।
আরও পড়ুন মোদীতে কি আস্থা হারাচ্ছে আর এস এস ?
প্রসঙ্গত, ফেসবুকে অতি পরিচিত সনাতন সংস্থা নামক একটি ফেসবুক পেজ ছিল। যে পেজ থেকে সাধারণত হিন্দু ধর্মের প্রচার, ধর্মীয় বার্তা দেওয়া হত। কিন্তু হঠাৎ-ই কোনও অগ্রিম সতর্কতা ছাড়াই সেই পেজটি সরিয়ে নেয় ফেসবুক। একইসঙ্গে বিজেপি বিধায়ক রাজা সিংয়ের ফেসবুক পেজেরও বর্তমানে কোনও অস্তিত্ব নেই। সেই পেজটিকেও সরিয়ে নিয়েছে ফেসবুক। আর এতেই ক্ষুব্ধ নেটিজেনরা। তাঁদের অভিযোগ, জাকির নায়েকের মতো ‘রাষ্ট্রদ্রোহী’দের পেজ বহাল রাখছে ফেসবুক। পাশাপাশি জিহাদি পাঠ দেওয়া নিয়েও কোনও টুঁ শব্দ করে না এই সংস্থা। তাহলে হিন্দুত্ববাদের ক্ষেত্রে অন্য হিসেব কেন? কেন হিন্দুদেরই বারবার টার্গেট করা হয়? কাজেই একের পর এক টুইটে ক্ষোভ উগরে দিয়ে ফেসবুক বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুনসীমান্তে উদ্ধার ১৪ লক্ষ টাকার রুপোর গয়না
সমস্যার সমাধানে এবং সাধারণের স্বার্থে গঠিত হয়েছে সংসদের স্থায়ী কমিটি। এছাড়াও নেটিজেনদের অধিকার রক্ষার পাশাপাশি এই প্ল্যাটফর্মের যাতে অপব্যবহার না করা হয়, তার জন্য ফেসবুকের নিয়মাবলি খতিয়ে দেখছে এই কমিটি। উল্লেখ্য, ফেসবুক, ট্যুইটার,ইউটিউব-সহ সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিকে কেন্দ্রের নয়া তথ্য প্রযুক্তি নীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনবিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে মুকুল ঘনিষ্ঠ তপন
আরও পড়ুনআবার ড্র, দুশ্চিন্তা বাড়ল স্পেনের