কলকাতা: বর্তমানে ইউপিআই পেমেন্টের (UPI Payment) জনপ্রিয়তা বিপুল মাত্রায় বেড়েছে। যার কারণে অনেকেই এখন পকেটে মানিব্যাগ না নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়েন। চায়ের দোকান কিংবা শপিং মল সবজায়গাতেই ইউপিএই কিউ আর কোড স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা রয়েছে। কিউ আর কোড স্ক্যান করে দ্রুত টাকা পাঠানো সম্ভব হচ্ছে ফোন-পে (Phone Pay), গুগল-পে (Google Pay), অ্যামাজন-পে (Amazon Pay), পেটিএম (Paytm)-এর মতো অ্যাপ থেকে। এই জন্য অতিরিক্ত খরচ করতে হয় না। আবার এখন কম টাকার লেনদেনের জন্য এখন বাজারে এসেছে ইউপআই লাইট (UPI Lite)। অন্যান্য UPI ট্রানজ়াকশনে যেখানে টাকা পাঠানোর দৈনিক লিমিট ১ লাখ টাকা, সেখানে এই ইউপআই লাইটের মাধ্যমে একবারে মাত্র ২০০ টাকাই পাঠানো যায়।
ইউপআই লাইট ব্যবহার করতে গেলে প্রথমে সেখানে কিছু টাকা রাখতে হবে, যা লিঙ্ক করা থাকবে ব্যাঙ্ক অ্যকাউন্টের সঙ্গে। অ্যাকাউন্টটি ঠিক যখনই সেট আপ করা হয়ে যাবে, ইউজাররা তাঁদের ইউপআই লাইটে ২,০০০ টাকা রাখতে পারবেন। দিনে এভাবে সর্বাধিক ৪,০০০ টাকা পর্যন্ত রাখা যেতে পারে। ইউপআই লাইটের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি টাকা পাঠাতে পারবেন। এমনকি এর জন্য লাগবে না কোনও পাসওয়ার্ড, কেবল একটাই ক্লিক করবেন আর টাকা পাঠানো হয়ে যাবে। দেখে নিন ফোন-পে, গুগল-পে, পেটিএম-এ কীভাবে ইউপআই লাইট সেটআপ করবেন এবং ব্যবহার করবেন।
আরও পড়ুন:Weight Loss | Health Tips | এই পানীয় খেলেই কয়েকদিনের মধ্যে কমবে ‘ভুঁড়ি’
গুগল পে-তে কীভাবে ইউপিআই লাইট ব্যবহার করবেন?
১) প্রথমে গুগল পে অ্যাপটি আপনার ফোন থেকে খুলুন।
২) তারপর আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করুন, যা স্ক্রিনের উপরের ডান দিকের কর্নারেই দেখতে পাবেন।
৩) পে পিন ফ্রি ইউপিআই লাইট অপশনে ট্যাপ করুন।
৪) ইউপিআই ব্যালান্সে টাকা যোগ করতে আপনাকে অনলাইনে যা নির্দেশ দেওয়া হচ্ছে, সেটি ফলো করুন। ২,০০০ টাকা পর্যন্ত যোগ করতে পারেন।
৫) কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটা বেছে নিন।
৬) এবার টাকাটা যোগ করুন। আপনার ইউপিআই লাইট ব্যালান্সে টাকা যোগ করা হয়ে গেলেই আপনি ২০০ টাকা পর্যন্ত যে কোনও অ্যাকাউন্টে পাঠাতে পারবেন এবং তার জন্য ইউপিআই পিনও দিতে হবে না।
৭) পেমেন্ট করার জন্য ইউপিআই লাইট অপশনটি বেছে নিন এবং আপনার ইউপিআই পিন দিয়ে দিন। আপনার ইউপিআই লাইট ব্যালান্স থেকেই টাকা কাটা হবে।
ফোন পে-তে ইউপিআই লাইট কীভাবে ব্যবহার করবেন?
১) প্রথমে আপনার ফোন থেকে ফোন পে অ্যাপটি খুলুন।
২) ফোন পে অ্যাপের হোমস্ক্রিনে ইউপিআই লাইট অপশনে ট্যাপ করুন।
৩) অনস্ক্রিনে আপনাকে কী নির্দেশ দেওয়া হচ্ছে, তা ভাল করে পড়ে ২,০০০ টাকা পর্যন্ত আপনার ইউপিআই লাইট ব্যালান্স যোগ করতে পারেন।
৪) একবার আপনি ইউপিআই লাইট ব্যালান্সে টাকা যোগ করলেই ২০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারেন, যার জন্য আপনাকে ইউপিআই পিন-ও দিতে হবে না।
পেটিএম-এ ইউপিআই লাইট কীভাবে ব্যবহার করবেন?
১) ফোন থেকে পেটিএম অ্যাপটি খুলুন।
২) হোমপেজে গিয়ে ‘ইন্ট্রোডিউসিং ইউপিআই লাইট’ অপশনে ক্লিক করুন।
৩) লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করুন।
৪) টাকা যোগ করুন। টাকা যোগ করা হয়ে গেলেই আপনি কিউ আর স্ক্যান করে বা মোবাইল নম্বর লিঙ্ক করে যে কাউকে টাকা পাঠাতে পারেন।