নিউইয়র্ক: সারা বিশ্ব জুড়ে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীর সংখ্যা কম নয়। তাই মাঝেমধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে নতুন বৈশিষ্ট্য নিয়ে আসে মেটা। এবার আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য আনতে চলছে। এর মধ্যে রয়েছে, ভিডিওকলের জন্য ল্যান্ডস্কেপ মোড (Landscape Mode)। যা ব্যবহারকারীরা ভিডিওকলে কথোপকথনের সময় আরও স্পষ্ট অভিজ্ঞতা উপভোগ করতে পারবে। মেটার তরফে আরও জানানো হয়েছে, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ভিডিওকল এখন থেকে ল্যান্ডস্কেপ মোডেও করা যাবে। নতুন ফিচারে রয়েছে এমন অত্যাধুনিক চমকও।
মেটার তরফে জানা গিয়েছে, অজনা নম্বর থেকে ফোন এলে সাইলেন্স ফিচার অন হবে। এর জেরে ব্যবহারকারীদের ইনকামিং কলগুলির উপর আরও নিয়ন্ত্রণ হবে বলে মত বিশেষজ্ঞদের। এর জন্য ব্যবহারকারীদের সেটিংসে গিয়ে প্রাইভেসি – কল অপশনে গিয়ে অজানা নম্বরে বেছে নিয়ে এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন।
চ্যাট ট্রান্সফার
এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নতুন আইফোনে ব্যবহারের জন্য ট্রানজিশনাল প্রক্রিয়া আনতে চলেছে মেটা। ব্যবহারকারীরা এখন থেকে একটি ফোন থেকেতাদের পুরো অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি স্থানান্তর করতে পারবেন। অন্য আইফোনে স্যুইচ করার সময় গুরুত্বপূর্ণ চ্যাট নির্বিঘ্নে স্থানান্তরিত করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর জন্য সেটিংস থেকে চ্যাট অপশনে আইফোনে চ্যাট স্থানান্তর নতুন বৈশিষ্ট্যে অ্যাক্সেস প্রদান করা হয়েছে।
এবার থেকে উন্নত নেভিগেশনের জন্য একটি সংশোধিত স্টিকার ট্রে আনছে মেটা। ব্যবহারকারীদের অবতারের ক্ষেত্রে আরও বিকল্প অফার করে যাবে বলে জানা গিয়েছে। তাঁরা তাঁদের আবেগ আরও সহজে প্রকাশ করতে পারবেন।