কলকাতা: স্মার্টফোন (Smart Phone) ছাড়া আজকাল জীবনটাই যেন অচল। আর এই স্মার্টফোনের প্রাণ হল তার ব্যাটারি (Battery)। দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে ব্যাটারি ফুরবেই। তখন তাকে চার্জে (Charge) বসাতে হবে। কিন্তু চার্জে বসিয়ে দেখলেন চার্জ হতে অনেকটা সময় লাগছে। এর কারণ একটাই, ফোনটি চার্জে বসানোর সময় অজান্তে এমন কিছু ভুল করে বসেন, যার জন্য স্লো চার্জ হয়। কিন্তু আপনি জানেন কি প্রতিদিন চার্জিংয়ের সময় কয়েকটা নিয়ম মেনে চললেই বছরের পর বছর সুস্থ থাকবে ফোনের ব্যাটারি। জেনে নিন কীভাবে আপনার ফোনে সঠিকভাবে চার্জ দেবেন এবং ফোনের ব্যাটারি অনেকদিন পর্যন্ত ভাল রাখবেন।
১) আপনি যদি সারা রাত আপনার স্মার্টফোনটি চার্জে দিয়ে ঘুমান, তাহলে সেই অভ্যাস ছাড়তে হবে। ঘুমনোর আগে সবসময় মনে করে চার্জ বন্ধ করতে হবে। স্মার্টফোনের ব্যাটারি ১০০ শতাংশ হওয়ার সঙ্গে সঙ্গেই স্মার্টফোনটিকে চার্জার থেকে খুলে রাখতে হবে। আজকালকার স্মার্টফোনগুলি প্রায় ২ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়, তাই সেই দিকে নজর দেওয়া দরকার।
২) আপনি যদি স্মার্টফোনটি বারবার চার্জ করেন, তাহলে তা আজই বন্ধ করতে হবে। অনেকেই এমন আছেন, ফোনে একটু চার্জ শেষ হলেই সঙ্গে সঙ্গে আবার চার্জে বসিয়ে দেন। বারবার স্মার্টফোন চার্জ করার ফলে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় এবং তারপর স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হতে থাকে।
৩) স্মার্টফোন চার্জ করার জন্য সব সময় আসল চার্জার ব্যবহার করুন। আপনি যদি আপনার স্মার্টফোনটি কারও চার্জার বা লোকাল চার্জার দিয়ে চার্জ করেন, তাহলে ধরে নিন আপনার স্মার্টফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে।
৪) এখন অনেক প্রায় সব ফোনেই থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট। কিন্তু দ্রুত চার্জ করলে ফোনের ব্যাটারির উপরে প্রভাব পড়ে। তাই তাড়াহুড়ো না থাকলে ফাস্ট চার্জিং না করাই ভালো। সেই ক্ষেত্রে একটি স্লো চার্জার সঙ্গে রাখুন। ফোনের ব্যাটারি ধীরে ধীরে চার্জ করলে আয়ু বেড়ে যায়।
৫) স্মার্টফোন চার্জ করার সময় কখনোই গেম খেলা উচিত নয়। এছাড়াও, আপনি যদি চার্জ করার সময় ফটোগ্রাফি করেন, তবে এটি আপনার ব্যাটারির জন্যও ক্ষতিকারক হতে পারে। শুধু তাই নয়, অনেকেই ফোনটি চার্জে বসিয়ে তা ব্যবহার করেন, এতে চার্জ যেমন ধীরে হয়, তেমন ব্যাটারির উপরেও চাপ পরে।
৬) স্মার্টফোন চার্জ করার সময় তোষক, বালিশে উপরে রাখা উচিত নয়। এর ফলে, আপনার স্মার্টফোন অতিরিক্ত গরম হতে পারে এবং এর ব্যাটারিও বিস্ফোরিত হতে পারে।