কলকাতা: সোশ্যাল মিডিয়ার জগতে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হল টুইটার (Twitter)। ইলন মাস্ক (Elon Musk) টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে এই মাইক্রোব্লগিং সাইটে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন। বিভিন্ন নতুন নতুন ফিচার যোগ করেছেন। ফের টুইটার তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার নিয়ে আসছে। এবার স্মার্টটিভির জন্য ভিডিও অ্যাপ আনছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।
সম্প্রতি, টুইটার ব্লু ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে দীর্ঘ ভিডিয়ো পোস্ট করার অপশন দিয়েছেন ইলন মাস্ক। অর্থাৎ যাদের টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড তারা একটি বিশেষ সুবিধা পাবেন। টুইটার ব্লু ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে দু’ঘণ্টা পর্যন্ত এইচডি ভিডিও আপলোড করতে পারেন। লোকেরা এই ফিচারটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু ব্যবহারকারী প্ল্যাটফর্মে সম্পূর্ণ সিনেমা আপলোড করা শুরু করে দিয়েছেন। আর তারপরেই ন্যাশনাল মিউজিক পাবলিক অ্যাসোসিয়েশন টুইটারের বিরুদ্ধে একটি মামলা করেছে এবং ক্ষতি হিসাবে প্রতি গানের জন্য এক কোটি টাকার বেশি দাবি করেছে। কিন্তু তারপরেও একটি নতুন ফিচার আনতে চলেছে কোম্পানিটি।
আরও পড়ুন:Ashes Series | আজই যবনিকা পাত এজবাস্টন টেস্টের, অপেক্ষা ধুন্ধুমার ক্লাইম্যাক্সের
জানা যাচ্ছে, খুব শীঘ্রই স্মার্টটিভির জন্য টুইটার ভিডিয়ো অ্যাপ আনতে চলেছেন ইলন মাস্ক। একজন টুইটার ব্যবহারকারী ইলন মাস্ককে টুইট করে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, যার উত্তরে মাস্ক বলেন, খুব শীঘ্রই ভিডিয়ো অ্যাপটি স্মার্টটিভিতে আসবে। ইউটিউবের সঙ্গে স্মার্টটিভি কানেক্ট করে যেভাবে বিভিন্ন সিনেমা বা ভিডিও দেখা যায় এই অ্যাপের মাধ্যমেও তেমনই দেখা যাবে। চাইলে টুইটারের ভিডিওগুলো স্মার্ট টিভিতে দেখতে পারবেন।