কলকাতা: স্মার্টফোন (Smart Phone), ইয়ারফোনের (Ear Phone) পাশাপাশি সাম্প্রতিক কয়েক বছরে আরেকটি স্মার্ট ডিভাইজের ব্যবহার লাফিয়ে বেড়েছে। বাসে,ট্রেনে, পথে-ঘাটে সব জায়গাতেই এখন মানুষের হাতে দেখা যায় স্মার্টওয়াচ (Smartwatch)। কিন্তু সময় দেখা এবং মাঝে মধ্যে কয়েকটি ফিচার ব্যবহার করা ছাড়া অধিকাংশ সময় স্ক্রিন অফ থাকে স্মার্টওয়াচের। কিন্তু জানেন কী এখন স্মার্টওয়াচ থেকেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। ভাবছেন তো কি করে? চলুন তাহলে জেনে নেওয়া যাক-
স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ চালানোর জন্য যা দরকার, তা হল WearOS 3 অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এমন কোনও স্মার্টওয়াচ। মেটা সম্প্রতি একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ অ্যাপ লঞ্চ করেছে সেই সব স্মার্টওয়াচের জন্য, যেগুলি WearOS 3 দ্বারা চালিত। এর সাহায্যে হাতে পরে থাকা অবস্থাতেই স্মার্টওয়াচ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর দিতে পারবেন সরাসরি। এমনকি হোয়াটসঅ্যাপ কল এলে তাও রিসিভ করতে পারবেন। জেনে নিন কীভাবে স্মার্টওয়াচেও হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন-
১) প্রথমে আপনার স্মার্টওয়াচ থেকে গুগল প্লে স্টোর খুলুন।
২) সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ সার্চ করে, তারপর তা সিলেক্ট করুন।
৩) এবার ইনস্টল অপশনে ক্লিক করুন।
৪) ইনস্টল হয়ে গেলে আপনার স্মার্টওয়াচ থেকে হোয়াটসঅ্যাপ খুলুন।
৫) তারপরে আপনাকে একবার ফোন থেকে হোয়াটসঅ্যাপ খুলতে হবে এবং নিশ্চিত করতে হবে, আপনি একটি নতুন ডিভাইস লিঙ্ক করছেন।
৬) এবার আপনি একটি আট-সংখ্যার আলফা নিউমেরিক কোড পেয়ে যাবেন আপনার ঘড়িতে।
৭) সেই কোডটি আপনার ফোনে দিয়ে দিন।
৮) এখন আপনি যদি সফল ভাবে স্মার্টওয়াচটি লিঙ্ক করাতে পারেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কড ডিভাইস লিস্টে স্মার্টওয়াচটি হাজির হবে Wear OS হিসেবে।
৯) আবার আপনার স্মার্টওয়াচটি যদি ওয়াই-ফাই ওনলি হয়, তাহলে আপনি সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে যাবেন স্মার্টওয়াচটি একটি ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করলেই।
১০) একই রকম ভাবে আপনার স্মার্টওয়াচ যদি সেলুলার মোডে থাকে, তাহলে Wi-Fi নেটওয়ার্ক ছাড়াই আপনি সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেয়ে যাবেন।