কলকাতা: আমাদের দৈনন্দিন জীবনে এখন নিত্যসঙ্গী স্মার্টফোন (Smartphone)। সারাদিনের অনেক কাজেই আমরা ব্যবহার করে থাকি মুঠোফোন। অডিও-ভিডিও কল, মেসেজের পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেট সার্ফিং, গেমস খেলার জন্যও স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলে না আমাদের। এবার এই স্মার্টফোনের মাধ্যমেই জেনে নিতে পারবেন কোথায়, কখনও কেমন ওয়েদার (Weather)? ভারী বৃষ্টিপাত (Heavy Rain) নাকি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
এখন বর্ষাকাল। রাস্তায় বেড়িয়ে যখন তখন বৃষ্টিতে আটকে পড়তে হচ্ছে। ধরুন আপনি রোদ ঝলমলে আকাশ দেখে বাড়ি থেকে বেরোলেন, কিন্তু মাঝপথেই হঠাৎ অঝোরে বৃষ্টি। তখন কী করবেন কিছুই বুঝতে পারছেন না! এই সমস্যা থেকে এবার মুক্তি আপনার স্মার্টফোন। আপনাকে এমন একটি সেটিংস জানানো হবে, যা বদলে নিলেই স্মার্টফোনে আবহাওয়ার সতর্কতার চলে আসবে। জেনে নিন কীভাবে চেঞ্জ করবেন স্মার্টফোনের সেটিংস-
কীভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আবহাওয়ার সতর্কতা পাবেন?
১) আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তবে এটিতে আবহাওয়ার সতর্কতা সেট করতে প্রথমে আপনার ফোনে গুগল খুলুন।
২) এরপর উপরের কোণে তিনটি বিন্দুতে ক্লিক করুন।
৩) এখন এখানে সেটিং অপশনে ক্লিক করুন।
৪) নিচের দিকে স্ক্রোল করলে এখানে আবহাওয়া অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করুন।
৫) এর পরে আবহাওয়া অপশনে গিয়ে অন করুন এবং নোটিফিকেশন চালু করুন।
কীভাবে আইফোনে আবহাওয়ার সতর্কতা পাবেন ?
১) আপনি যদি আইফোন ব্যবহার করেন, তাহলে প্রথমে ফোনের সেটিংসে যান।
২) এরপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করুন।
৩) এখন লোকেশন সার্ভিস সিলেক্ট করে ওয়েদার অপশনে ক্লিক করুন।
৪) ওয়েদারে গিয়ে এডিট সিটি অপশনে ক্লিক করুন।
৫) এখন মোর অপশনে যান এবং নোটিফিকেশন চালু করুন। আপনি যদি আপনার ফোনের সেটিংসটি এইভাবে ঠিক করেন, তাহলে আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন।