কলকাতা: নিত্যদিন ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে টুইটার (twitter)। সেই সব ফিচার (Feature) বা আপডেটের (Update) জন্য বরাবরই খবরের শিরোনামে উঠে এসেছে টুইটারের মালিক ইলন মাস্ক (Elon Mask)। এবার বদলে যাবে সেই চিরপরিচিত নীল পাখি। সম্প্রতি তেমনটাই ইঙ্গিত দিলেন সিইও। বদলে দেওয়া হবে ট্যুইটারের লোগো (Logo)। রবিবার ট্যুইট করে এমনটাই ঘোষণা করলেন এলন মাস্ক।
তিনি জানান, “শীঘ্রই আমরা টুইটারের ব্রান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায় জানাব।” তাঁর পরের টুইট, ‘যদি যথেষ্ট আকর্ষণীয় এক্স লোগো আজই পোস্ট করা হয়, তা হলে আমরা কাল থেকেই তা গোটা বিশ্বে নিয়ে আসব।’ সূত্রের খবর, মার্জারের পর ট্যুইটার এখন এক্স ক্রপ নামক নতুন একটি কোম্পানির অংশ হতে চলেছে৷ এই বিষয়ে খানিকটা আভাস দিলেন এলন মাস্ক৷ তাঁর ট্যুইটারের লোগো বদলে হবে এক্স হওয়ার পেছনে সম্ভবত এটাই কারণ।
২০০৬ সালে তৈরি হওয়া এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের পরিচয়ই ছিল নীল পাখি। মাত্র ১৫ ডলার দিয়ে কেনা হয়েছিল এই নীল পাখির স্টক। পরবর্তী সময়ে টুইটারের সমার্থক হয়ে উঠেছিল ওই পাখি। এরপর ২০২২ সালে টুইটারের মালিকানা গ্রহণের পর থেকেই টুইটারে একের পর এক বদল আনছেন ইলন মাস্ক। শুরুতেই ৫০ শতাংশ কর্মী ছাঁটাই থেকে শুরু করে অত্যাধিক চাপ দেওয়া, টুইটারের ইন্টারফেস থেকে ভেরিফিকেশন, যাবতীয় ক্ষেত্রেই বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর লক্ষ্য একটাই, নিজের বাকি সংস্থার মতো টুইটারকেও লাভজনক বানানো।
প্রসঙ্গত, টুইটারে নিয়ম বদলের প্রক্রিয়া চলছে৷ আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রতিদিন কতগুলি করে সরাসরি মেসেজ করা যাবে সেই বিষয়ে সীমারেখা টানতে চায় ট্যুইটার৷ শুক্রবার থেকেই এই নতুন নিয়ম আসতে চলেছে৷ যাদের ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন নেই বা ভেরিফায়েড ব্যাজ নয় তাদের ক্ষেত্রেই লাঘু হবে এই নিয়ম৷ ঠিক কতগুলি এসএমএস পাঠানো যাবে সেই সংখ্যা অবশ্য এখনও প্রকাশ করেনি সংস্থা৷