আইফোন (iPhone)। স্মার্টফোনের বাজারে অন্যতম নাম। অ্যাপলের ইতিহাসে সবচেয়ে বেশ বিক্রি হওয়া অন্যতম প্রোডাক্ট হল আইফোন। ২০০৭ সালে অ্যাপল স্রষ্টা স্টিভ জোবসের (Apple Inc Founder Steve Jobs) হাত ধরেই বাজারে এসেছিল প্রথম আইফোন আর তার সঙ্গে সঙ্গে বিশ্বে শুরু হয়েছিল স্মার্টফোন যুগ (Smartphone Era)। আজ যে যুগে আমরা বাস করছি, তার সূচনা ১৫ বছর আগে হয়েছিল। তার এক বছর পর ২০০৮ সালে প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন (Android Smartphone) বাজারে আসে, শুরু হয় এক রেশারেশি। অ্যান্ড্রয়েড পাওয়ার্ড স্মার্টফোনের (Smartphones Powered by Android) বাজারে একাধিক মোবাইল ফোন নির্মাতা সংস্থা রয়েছে, যাদের আমরা অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (Original Equipment Manufacturer – OEM) বলে চিনি, তাদের সঙ্গে টক্করে অ্যাপল আইফোন (Apple iPhone) এখনও অন্যতম নাম এবং নিজস্ব ফ্যানবেস রয়েছে।
অ্যাপল আইফোনের কোন বিষয়টি সবচেয়ে বেশি নজর কাড়ে ইউজারদের (iPhone Users)? অবশ্যই সফটওয়্যার। এটার উপরেই চিরকাল সবচেয়ে বেশি জোর দিয়ে এসেছে অ্যাপল। তার পরেই যেটা জনপ্রিয় ফিচার (Popular Feature), তা হল ক্যামেরা। ডবল ডিজিট কিংবা ট্রিপল ডিজিট মেগাপিক্সেলের (Megapixel) লোভনীয় ও চমকদার অফার নয়, অ্যাপল বরাবরই তাদের ১২ মেগাপিক্সেল ক্যামেরার কোয়ালিটির উপর জোর দিয়েছে। সম্প্রতি ২-৩ বছরে হালফিলের আইফোনেও দেখবেন একাধিক ক্যামেরা থাকলেও, সেই ১২ মেগাপিক্সেল ক্যামেরার জোড়-বিজোড় সংখ্যা। ছবির গুনগত মানের কথা বললে, হয়ত বা কোনও দামি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এর ধারেকাছে আসতে পারে!
আরও পড়ুন: শীতকালে খুদেদের সর্দি-কাশি থেকে রেহাই দিতে খুব কার্যকরী এই সব সুপ রেসিপি
ক্যামেরার কথা উঠলে যে প্রশ্নটি মনে আসে, তা হল ক্যামেরার সেন্সর (Camera Sensors)। কিন্তু অ্যাপলের বিশেষত্ব হল, আইফোনে ব্যবহৃত হার্ডওয়্যার সম্পর্কে সেভাবে কখনই খুঁটিনাটি তথ্য প্রকাশ করে না তারা। য়ে সমস্ত ফিচার ইউজাররা পেতে চলেছেন আইফোন কিনলে বা থাকলে, তা নিয়ে সর্বদাই জানানো হয়, কিন্তু তার পিছনে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট (Technological Advancement) সবসময়ই একটা রহস্যে মোড়া। সেরকমই অন্যতম অজানা বিষয়, আইফোনের ক্যামেরার সেন্সর। কোন কোম্পানির সেন্সর ব্যবহার করে অ্যাপল? নিজেদের উদ্ভাবন করা প্রোডাক্ট, নাকি অন্য কোনও সংস্থার থেকে কেনে তারা? অবশেষে জানা গিয়েছে সেই উত্তর। অ্যাপল সিইও টিম কুক (Apple CEO Tim Cook) নিজেই জানিয়েছেন সেই কথা।
গত মঙ্গলবার একটি টুইট করেছেন টিম কুক। সেখানে তিনি সনি’র সিইও (Sony CEO Kenichiro Yoshida) কেনিচিরো ইয়োশিদাকে ধন্যনাদ জানিয়েছেন। অ্যাপল সিইও লিখছেন – আইফোনের জন্য বিশ্বের অগ্রণী ক্যামেরা সেন্সর তৈরি করতে আমরা সনির সঙ্গে অংশীদারিত্ব করে এগিয়ে চলেছি। কুমামোতোর কাটিং-এজ ফেসিলিটি আমাকে ঘুরিয়ে দেখানোর জন্য কেন এবং টিমের সকল সদস্যকে ধন্যবাদ।”
We’ve been partnering with Sony for over a decade to create the world’s leading camera sensors for iPhone. Thanks to Ken and everyone on the team for showing me around the cutting-edge facility in Kumamoto today. pic.twitter.com/462SEkUbhi
— Tim Cook (@tim_cook) December 13, 2022
সনি যে অ্যাপল আইফোনের জন্য ক্যামেরা সেন্সর তৈরি করে, তা নিয়ে অনেক আগেই খবর প্রকাশিত হয়েছিল। ২০১৫ সালে ওয়াল স্ট্রিট জার্নাল (Wall Street Journal) প্রকাশিত এক রিপোর্ট মোতাবেক, আইফোন ৬ (iPhone 6)-এ সনির তৈরি সেন্সর পাওয়া গিয়েছে। আইফিক্সিট (iFixit) আবার নির্দিষ্ট করে সনি সেন্সরের মডেল নাম্বারও প্রকাশ করেছিল। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সিএমওএস ইমেজ সেন্সর্স (CMOS image sensors)-এর ক্ষেত্রে ৪৪ শতাংশ মার্কেট সনির দখলে রয়েছে এবং ১৮.৫ বাজারে স্যামসাং (Samsung)-এর আধিপত্য। আগামী বছর সেপ্টেম্বরে আইফোন ১৫ সিরিজ লঞ্চ করবে অ্যাপল। তার জন্যও একযোগে কাজ করছে অ্যাপল এবং সোনি।