কলকাতা: বিগত বেশ কয়েকদিন ধরে বাড়ছে ম্যালওয়্যার (Malware) হানা। পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের সাইবার জালিয়াতির (Cyber Crime) ঘটনা। সাধারণ মানুষকে টার্গেট করে কখনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, কখনও আবার মেসেজ বা অন্য কোনও পন্থা অবলম্বন করে ছাপোষা সাধারণ মানুষের কাছে দূষিত লিঙ্ক পাঠিয়ে তার মধ্যে দিয়ে তাঁদের ডিভাইসে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সাইবার সিকিউরিটি ফার্ম বিটডিফেন্ডারের একটি সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে, ৬০,০০০ টিরও বেশি অ্যান্ড্রয়েড অ্যাপে অ্যাডওয়্যার (Adware) পাওয়া গিয়েছে।
অ্যাডওয়্যার কী? এটি এমন একটি সফটওয়্যার, যা ব্যবহারকারীদের কাছ থেকে কয়েক সেকেন্ডে টাকা লুট করতে পারে। অ্যাডওয়্যার শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর জন্য কাজ করে না। বরং এটি ফোনের সমস্ত ব্যক্তিগত তথ্য চুরি করে। এই অ্যাডওয়্যারের ফাঁদে পড়া কিছু ব্যবহারকারী জানান, এই ম্যালওয়্যারের কারণে, ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। ফোনের কার্যক্ষমতাও কমে আসে। অর্থাৎ ফোনটি স্লো হয়ে যায়। এমনকি ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়।
আরও পড়ুন:Panchayat Election | রাজ্য নির্বাচন কমিশন ব্যর্থ, এক সুরে অভিযোগ বিরোধীদের
আপনার মনে হতে পারে অ্যান্ড্রয়েড ফোন মানেই তো গুগল প্লে স্টোর। কিন্তু এক্ষেত্রে তেমন কিছু হয়নি। এই সব অ্যাপ গুগল প্লে স্টোরে নেই। কারণ সেখানের প্রায় অনেক অ্যাপই ভেরিফায়েড। ব্যবহারকারীরা এপিকে ফাইল ডাউনলোড করার পরে, এটি নিজে থেকেই অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল হয়ে যাচ্ছে। এর সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে, আপনি অন্যান্য অ্যাপের মতো এটিকে দেখতে পাবেন না। কোনও অ্যাপ আইকন নেই এই অ্যাপগুলির। ফোন থেকে এই অ্যাপগুলি আনইনস্টল করা খুব কঠিন। কারণ এই অ্যাপগুলি আনইন্সটল করার পর যদি ডিভাইসটি রিবুট হয়ে যায়, তাহলে এই অ্যাপগুলি আবার ফোনে থেকে যায়।