মোন্তেভিদেও : উরুগুয়ের (Uruguay) প্রেসিডেন্ট নির্বাচনে (presidential election) জয়ী হলেন বামপন্থী প্রার্থী ইয়ামান্দু ওরসি (Yamandu Orsi)। সরকারি সূত্রে জানানো হয়েছে, ভোটের রেজাল্ট ঘোষণা হয় রবিবার। সেখানে পাঁচ বছরের রক্ষণশীলতা ভেঙে দিয়ে জয়ী হলেন ওরসি।
রবিবার দ্বিতীয় দফার ভোটে ওরসি ও ফ্রেন্টে অ্যামপ্লিওর ব্রড ফ্রন্টের জোটের সঙ্গে কঠোর প্রতিদ্বন্দ্বিতা হয় বিদায়ী রাষ্ট্রপতি লুইস লাকালে পাউ-এর কেন্দ্র-ডান রিপাবলিকানের সদস্য ন্যাশনাল পার্টির আলভারো ডেলগাডোর মধ্যে। নির্বাচনের জয়ের পর ওরসি উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ডেলগাডো।
আরও পড়ুন: নির্বাচনে সোশ্যাল মিডিয়া প্রভাবীদের পাত্তাই দিলেন না ভোটাররা?
নির্বাচনে ওরসি জয়ী হলেও দেশটি যে অর্থনৈতিকভাবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারবে, সে সম্পর্কে বিশ্লেষকরা কোনও আশার বাণী শোনাতে পারেননি। ওরসিও আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে,পরিবর্তন দ্রুত সম্ভব নয়।
ভোটে উভয় প্রার্থীই মাদক পাচার বিরুদ্ধে লড়াই সহ অর্থনৈতিক মন্দা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান। কোভিডের কারণেই দেশটি আর্থিক পরিকাঠামো পুরো ভেঙে পড়ে। ওরসি ১,১৯৬,৭৯৮ ভোটে জয়ী হয়েছেন। সেখানে ডেলগাডো পেয়েছেন ১,১০১,২৯৬।
দেখুন অন্য খবর:
The post উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী প্রার্থী ইয়ামান্দু ওরসি first appeared on KolkataTV.
The post উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী প্রার্থী ইয়ামান্দু ওরসি appeared first on KolkataTV.