ওয়াশিংটন ডিসি: ইতিহাস। বাইডেন জমানায় ইতিহাস গড়ল আমেরিকা। যুক্তরাষ্ট্রের ২৩৩ বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন নামে ওই বিচারপতির নিয়োগ নিয়ে বৃহস্পতিবার ভোটাভুটি হয় সেনেটে। নেতৃত্ব দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিরোধী দল রিপাবলিকান পার্টির তীব্র আপত্তি সত্ত্বেও ৫৩-৪৭ ভোটে জ্যাকসনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়।
সেনেটের ভোটাভুটিতে ৫০ জন ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে ৩ জন রিপাবলিকান সেনেটরও জ্যাকসনের পক্ষে ভোট দেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা কেতাঞ্জির। সুপ্রিম কোর্টের বিচারপতি স্টিফেন ব্রায়ার কয়েক মাসের মধ্যে অবসর নেবেন। তার জায়গায় আসছেন বাইডেনের মনোনীত বিচারপতি কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন। জ্যাকসন শুধু প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতিই হচ্ছেন না, একইসঙ্গে প্রথম পাবলিক ডিফেন্ডার হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারপতির আসনে বসছেন।
Judge Jackson’s confirmation was a historic moment for our nation. We’ve taken another step toward making our highest court reflect the diversity of America. She will be an incredible Justice, and I was honored to share this moment with her. pic.twitter.com/K8SAh25NL5
— President Biden Archived (@POTUS46Archive) April 7, 2022
বৃহস্পতিবার হোয়াইট হাউজের রুজভেল্ট রুমে বাইডেন ও জ্যাকসন টেলিভিশন স্ক্রিনে সেনেটের ভোটাভুটি দেখেন। ফল ঘোষণার পর তাঁদের সেলফি তুলতেও দেখা যায়। এদিকে রিপাবলিকান সেনেটর তথা বিরোধী নেতা মিচ ম্যাককোনেল ভোটের ফল ঘোষণার পর পরই সেনেট ছেড়ে বেরিয়ে যান। কেতাঞ্জি প্রায় ১০ বছর ধরে ফেডারেল ও আপিল বিভাগে বিচারক হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুন: Russia-Ukraine war: পুতিনের পরিবারের উপরও নিষেধাজ্ঞা আমেরিকার
Historic moment for our courts and for our country. Congratulations, Judge Jackson. pic.twitter.com/eLSfs1QoHB
— President Biden Archived (@POTUS46Archive) April 7, 2022
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইটারে লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কেতাঞ্জি ব্রাউন জ্যাকসনের নিয়োগ আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমাদের সর্বোচ্চ আদালতে যুক্তরাষ্ট্রের বৈচিত্র্য প্রতিফলিত করার আরেকটি পদক্ষেপ নিতে পেরেছি। তিনি একজন অভাবনীয় বিচারপতি হবেন। তাঁর সঙ্গে এই ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি খুবই সম্মানিত।’