কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কায় জারি হল জরুরি অবস্থা। দেশের কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে রবিবার রাতে জরুরি অবস্থা জারি করেন। একটি সরকারি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। তাতে বলা হয়েছে, শ্রীলঙ্কায় জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরাতে, জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে, অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক করতে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হল।
দেশে এখন ভয়াবহ জ্বালানি সংকট চলছে। সাধারণ মানুষ তো দূরঅস্ত, উচ্চবিত্তদেরও নাগালের বাইরে চলে গিয়েছে পেট্রল, ডিজেল ও গ্যাসের দাম। কলম্বোর রাস্তায় হাতে গোনা কয়েকটি গাড়ি চলছে। পেট্রল পাম্পগুলির বাইরে বিরাট লাইন রোজকার স্বাভাবিক দৃশ্য হয়ে গিয়েছে। জরুরি প্রয়োজনে যদি লাগে, তাই একটুখানি তেল জোগাড় করে রাখতে, মানুষ মাইলের পর মাইল হেঁটে পাম্পে যাচ্ছেন।
আরও পড়ুন: GST: জিএসটির হারে রদবদল, আজ থেকে কোন জিনিসের দাম বাড়ল-কমল?
আগামী ২০ জুলাই ২২৫ জন সাংসদ গোপন ব্যালটে ভোট দেবেন পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের উত্তরসূরিকে খুঁজতে। যিনি গোতাবায়ার বাকি থাকা সময়কাল (অর্থাৎ ২০২৪ সাল) পর্যন্ত দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
গত শনিবার বসেছে সংসদের বিশেষ অধিবেশন। স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, সাংসদরা গোপন ব্যালটে ভোট দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। যাঁর মেয়াদ থাকবে ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত। কারণ ওই সময় পর্যন্ত মেয়াদ ছিল গোতাবায়া রাজাপক্ষের। ২০২৪ সালের নভেম্বরের পর যিনি প্রেসিডেন্ট হবেন, সেই নির্বাচন হবে পুরনো পদ্ধতিতেই।
স্পিকার জানিয়েছেন, সাংসদেরা আগামী বুধবার গোপন ব্যালটে ভোট দেবেন। বর্তমান পরিস্থিতিতে পুরো মেয়াদের প্রেসিডেন্ট বাছা সম্ভব নয় বলেই মন্তব্য করেন তিনি।