কলকাতা টিভি ওয়েব ডেস্ক : পাকিস্তানের সরকারি চ্যানেল পি-টিভিতে শো চলছিল। সঞ্চালকের চেয়ারে নওমান নিয়াজ। ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞ, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। অন-এয়ারে আচমকাই তাল কাটল। দু’জনের মধ্যে তুমুল কথা কাটাকাটি। শেষ পর্যন্ত শো ছেড়ে উঠে বেরিয়ে গেলেন শোয়েব। উঠে তো গেলেনই এমনকি চ্যানেলের চাকরিও ছাড়লেন। কথা কাটাকাটি আর শো ছেড়ে শোয়েবের বেরিয়ে যাওয়ার ক্লিপিংস মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়।
এরপরেই শোয়েব নিজের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। বলেন, ‘একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে সরকারি টেলিভিশনে। নওমান নিয়াজ খুবই আপত্তিকর ভাষায় আমাকে স্টুডিও ছেড়ে চলে যেতে বলে। আমি জানি না ওর এই আচরণের কারণ কী! সরকারি টেলিভিশনে দেশের একজন ক্রিকেট স্টারকে নওমান অপমান করে। তারপর ব্রেকে চলে যায়। আমি বলি এবার তো এই ক্লিপ ভাইরাল হয়ে যাবে। তার মধ্যে এতজন বিশেষজ্ঞ রয়েছেন। বাইরের দেশের আমন্ত্রিত অতিথিরা রয়েছেন। আমি নওমানকে ক্ষমা চাইতে বলি। কিন্তু ও রাজি হয়নি। এরপর আমার ওখান থেকে চলে আসা ছাড়া অন্য কিছু করার ছিল না। আমি আমার মত করে বিষয়টা মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলাম। কিন্তু নওমান রাজি হয়নি। আমাকে সরি বলেনি। আমার খারাপ লেগেছে।’
আরও পড়ুন – যথেষ্ট রান করতে না পারা এবং বাড়তি বোলার না থাকাই হারের কারণ, মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
WOW!!!! Shoaib Akhtar just walks out of PTV Sports during live show. "jis tarah national TV par mere sath behave kiya gaya hai, I don't think I should be sitting here. I am resigning from PTV" Right thing to do after Dr Nauman Niaz insulting a national hero on national TV. ? https://t.co/vmA0BtbaDU pic.twitter.com/EPuqzweoqr
— Hassan (@iamhassan9) October 26, 2021
নিউ জিল্যান্ডকে পাঁচ উইকেটে ম্যাচ হারানোর পর পি টিভিতে পোস্ট ম্যাচ আলোচনা। সেখানেই গোলমাল। একের পর এক বাউন্সার আর বডি লাইন বোলিং। সমস্যার শুরু, যখন নওমানকে এড়িয়ে শোয়েব নিজের মত করে কথাবার্তা এগিয়ে নিয়ে যান। পেসার হ্যারিস রওফকে নিয়ে কথা বলতে শুরু করেন। সঞ্চালক নওমান নিয়াজ এই বিষয়টাকে ভাল ভাবে নেননি। তাঁর অভিযোগ শোয়েব অন এয়ারে খারাপ ব্যবহার করেছেন। এরপরই কথা কাটাকাটি শুরু। এক সময় দেখা যায়, শোয়েব মাইক্রোফোন খুলে শো ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। সঞ্চালক নওমান তাঁকে আটকানোর চেষ্টাও করেননি। নওমানের বডি ল্যাঙ্গোয়েজেও কোনও রকম প্রতিক্রিয়া ধরা পড়েনি।
আরও পড়ুন – লর্ডসের ফিক্সিং নিয়ে আমিরকে খোঁচা ভাজ্জির, দুই ক্রিকেটারের টুইটারাত্তিতে উত্তাল সোশ্যাল মিডিয়া
Multiple clips are circulating on social media so I thought I shud clarify. pic.twitter.com/ob8cnbvf90
— Shoaib Akhtar (@shoaib100mph) October 26, 2021
স্টুডিওয় সে সময় রথী মহারথীরা বসে। স্যর ভিভিয়ান রিচার্ডস, ডেভিড গাওয়ার, উমর গুল, রশিদ লতিফ, আকিব জাভেদ। ছিলেন পাক মহিলা টিমের ক্যাপ্টেন সানা মির। শোয়েব এ ভাবে হঠাৎ শো ছেড়ে বেরিয়ে যাওয়ায় সবাই একেবারে হতচকিত হয়ে পড়েন।