মেদ ঝরিয়ে সত্যিই রোগা হয়ে গেছেন কিম? নাকি চোখের ভুল? উত্তর কোরিয়ার শাসক কিমকে সম্প্রতি একটি ভিডিওয় দেখা গিয়েছে। যেখানে কিম জং উনকে অদ্ভুতভাবেই খুব রোগা লাগছে। আর তা নিয়েই নেটদুনিয়া তোলপাড়। তোলপাড় নাকি উত্তর কোরিয়াতেও। কোরিয়ান নাগরিকরা নাকি চিন্তায় পড়েছেন শাসকের স্বাস্থ্য নিয়ে। জল্পনা উঠেছে তাঁর হঠাৎ স্লিম হয়ে যাওয়ার কারণ কী?
আরও পড়ুন ৮৪ দিন পার, দ্বিতীয় ডোজ না পেয়ে বিক্ষোভ
কিমের নাম বরাবরই খবরের শিরোনামে। মাঝে মধ্যেই একেবারে গায়েব হয়ে যান কোরিয়ান শাসক। এখন অবশ্য জনসমক্ষে দেখা যাচ্ছে। একটি মিটিংয়ে দেখা গিয়েছে তাঁকে। আর তাতেই চমক। পুরোনো সেই কিম কোথায়! চেহারায় সেই লালিত্য, নাদুসনুদুস ভাব কোনওটাই নেই। বরং ওজন ঝরিয়ে কিমকে দেখতে লাগছে একেবারে ‘স্লিম অ্যান্ড ট্রিম’। যাতে একেবারেই অভ্যস্ত নন কিমের নেটিজেনরা।
আরও পড়ুন কেন্দ্রের বৈঠকে ডাক ফেসবুক, গুগলকে, নেই ট্যুইটার
তেল চর্বি, মশলা স্বাদযুক্ত খাবারে বরাবরই কিমের পছন্দ। সমান তালে চলে সিগারেট এবং সুরাপান। গত বছর দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানিয়েছিলেন, কিম জং উনের ওজন ১৪০ কেজি। ২০১১ সালে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার পর তার ওজন প্রতি বছর গড়ে ৬-৭ পাউন্ড বেড়েছে। মাত্রাতিরিক্ত ওজনের জন্য বার বার অসুস্থ হয়েছেন কিম। এর পর ২০১৪ সালে একেবারে সকলের নজরের বাইরে চলে যান তিনি। বাতাসে ফিসফাস মারা গিয়েছেন কিম। তাঁর অবর্তমানে কোরিয়ার মসনদে কে বসবেন তা নিয়েও শুরু হয় জল্পনা। কিন্তু না, ধূমকেতুর মতো আবার হাজির হন কিম দীর্ঘদিন পর।
আরও পড়ুন ঝুলিতে শূন্য আসন, সর্বদলে এই প্রথম নেই বাম, কংগ্রেস
এ বারেও বেশ কয়েদিন কোনও খবর ছিল না কিমের। অনেকেই মনে করেছিলেন যে কিম বোধহয় মৃত। কিন্তু ফের একবার জল্পনা উসকে ফিরলেন কিম, অস্বাভাবিক রোগা হয়ে। সবারই মনে এখন একটাই প্রশ্ন শরীর ঠিক আছে তো কিমের? কারণ উত্তর কোরিয়ার রাজনীতিতে কিমের একনায়কতন্ত্র রয়েছে। তাঁর উত্তরসূরি কে, তাও পরিষ্কার নয়। চেহারা বদলানোর পিছনে সত্যিই অন্য কোনও অভিসন্ধি নেই তো কিমের!
আরও পড়ুন কোভিড গ্রাফ নিম্নমুখী, চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা
।