Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
পেগাসাস নিয়ে তদন্তে রাজি ইজরায়েল, তবু কেন চুপ মোদি সরকার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১, ০৭:৫৮:৫২ পিএম
  • / ৭১৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

নয়াদিল্লি: পেগাসাস নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। শুধু ভারত নয়, বিশ্বের আরও বেশ কয়েটি দেশে তোলপাড় শুরু হয়েছে। কারণ, বিশ্বের ১৭টি সংবাদ সংস্থা তদন্ত চালিয়ে প্রায় ৫০ হাজার ফোন নম্বরের তথ্যভান্ডার প্রকাশ্যে এনেছে। কারণ, এই নম্বর গুলিতে ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি সফটওয়্যারের মাধ্যমে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ। ফোনে কী কথাবার্তা হয়েছে, হোয়াটসঅ্যাপে কী আদান-প্রদান হয়েছে, ফোনে কী তথ্য, নথি, ছবি রয়েছে সেটাও দেখা হয়েছে। অথচ যাঁর মোবাইল হ্যাক করা হয়েছে, তিনি জানতেই পারেন নি।

দেশীয় সংবাদ মাধ্যম ‘দ্য ওয়ারে’র রিপোর্টে প্রকাশ, এই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ভারতের সরকার ও বিরোধী পক্ষের নেতা, মন্ত্রী থেকে শুরু করে ৪০ জনের বেশি সাংবাদিক, শিল্পপতি, সমাজকর্মী, বিচারপতিদের ফোন হ্যাক করা হয়েছে। গোটা প্রক্রিয়াটা সরকারই করেছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে নরেন্দ্র মোদি সরকার। কিন্তু, পেগাসাস স্পাইওয়্যার সরকার কিনেছিল কি না তা স্পষ্ট করছে না। অথচ, পেগাসাস স্পাইওয়্যার নির্মাণ সংস্থা এনএসও-র বক্তব্য, শুধুমাত্র সন্ত্রাসী এবং শিশু যৌন নির্যাতনকারী, মাদক ব্যবসায়ী বা মানব পাচারকারীদের মত গুরুতর অপরাধীদের নজরদারি করার শর্তেই নির্বাচিত সরকারকে এই সফটওয়্যার বিক্রি করা হয়।

এ কারণে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীক্ষ্ণ আক্রমণ শানালেন। রাহুলের মতে, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অন্যায়ভাবে সংবিধানের উপর আঘাত হেনেছেন। রাহুল বলেন, ‘আমার ফোন ট্যাপ করা হয়েছে। এটা শুধু রাহুল গাঁধীর ব্যক্তিগত গোপনীয়তাকে খর্ব করা নয়। বিষয়টা অনেক বড়। কারণ, আমি একজন বিরোধী দলের নেতা। আমি দেশের সাধারণ মানুষের কথা তুলে ধরি। আমার ফোন ট্যাপ করা মানে দেশের সাধারণ মানুষের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করা। স্বরাষ্ট্রমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত।’

ভারত ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ এবং তাঁর সরকারের ১৪ জন মন্ত্রীসহ কয়েকজন ডজন কর্মকর্তার মোবাইল ফোন হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে অভিযোগ। ফরাসি দৈনিক ল্য মঁদ বলেছে, ম্যাক্রঁর একটি ফোন মরক্কোর গোয়েন্দা সংস্থা টার্গেট করেছে। যে ফোনটি তিনি ২০১৭ সাল থেকে ব্যবহার করছেন। ‘ওয়াশিংটন পোস্ট’ এবং ‘ দ্য গার্ডিয়ান’ বলছে, অ্যামনেস্টির সিকিউরিটি ল্যাবে ৬৭টি স্মার্টফোনের ফরেনসিক পরীক্ষা করে ৩৭টির মধ্যে পেগাসাস সফটওয়্যার ঢোকানো হয়েছিল অথবা ঢোকানোর চেষ্টা হয়েছিল তার প্রমাণ পাওয়া গিয়েছে। এই খবর প্রকাশ হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ফরাসি প্রেসিডেন্টের অফিস৷ এক বিবৃতিতে বলা হয়েছে, “পত্রিকায় প্রকাশিত এসব তথ্য রিপোর্ট সত্যি হলে তা খুবই গুরুতর। সরকার সবকিছু তদন্ত করে দেখবে। এনএসও বলছে, তদন্তে সহায়তা করা হবে৷ কারণ, অভিযোগ গুরুতর৷ রাজনীতিক সহ ‘নিরপরাধ সাধারণ জনগণকে‘ এই সফটওয়্যার দিয়ে টার্গেট না করার জন্য ক্রেতাদের ওপর শর্ত দেওয়া হয়। তারপরও এমনটা হয় কীভাবে? কিন্তু, শুধুমাত্র নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারত সরকার তদন্তের ব্যাপারে কিছু না বললেও তাঁর মন্ত্রীদের দাবি, বিরোধীরা দেশের সম্মান নষ্ট করে উন্নয়নকে স্তব্ধ করতে চায়ছে।

এ কারণেই প্রশ্ন উঠছে, সফটওয়্যার নির্মাণকারী সংস্থা, ফ্রান্স, হাঙ্গেরির মতো দেশ তদন্তের কথা বললেও ভারস সরকার চুপ কেন? ভারতের সরকার ও বিরোধী পক্ষের নেতা, মন্ত্রী থেকে শুরু করে ৪০ জনের বেশি সাংবাদিক, শিল্পপতি, সমাজকর্মী, বিচারপতিদের ফোন হ্যাক করা না হলে তদন্তে অসুবিধা কোথায়? এনএসও-র থেকে পেগাসাস কেনা না হলে তা সরকারি ভাবে বলে দেওয়া হচ্ছে না? তবে, সরকার স্বীকার না করলেও  নিউ ইয়ার্ক টাইমসের খবরে প্রকাশ, মরোক্কো, সৌদি আরব, বাহরিন, ভারত, মেক্সিকো-র কাছে এনএসও পেগাসাস কিনেছে। তাহলে কেন সাংবাদিক, সমাজ কর্মী, রাহুল গান্ধিদের উপর কেন প্রয়োগ করা হল? এই প্রশ্নের উত্তর মোদি সরকার,এনএসও-কে দিতে হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ওড়িশাকে ২-০ হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
‘এই কেন্দ্রের দায়িত্ব নিন আপনারা, বাকি ৪১ কেন্দ্র আমি দেখব, ডায়মন্ড হারবারের জনসভায় মন্তব্য অভিষেকের
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
আগামিকাল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
ভোটের মুখে ইস্তফা দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
গরম থেকে স্বস্তি পেতেই পাহাড়ে পর্যটকদের ঢল
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
ঘুরে আসতেই পারেন পুরীর কাছেই এই শিল্পগ্রামে!
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
ফের চাকরিহারাদের পাশে থাকার বার্তা মমতার
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
ওরাংওটাংয়ের সঙ্গে ঠোঁটের মিল! ব্যাপক ট্রোলড নুসরত
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
কোহলির থেকে কী শিখতে চান গম্ভীর!
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
ভাঙড়ের প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
৩ বছর ধরে ধর্ষণ, ধর্ম পরিবর্তনের চেষ্টা, গোয়ালিয়রে লাভ জেহাদ!
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
অমেঠি ও রায়বরেলি নিয়ে কংগ্রেসের ধোঁয়াশা জারি
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি ‘অযোগ্য’
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
বাঘের আতঙ্কে এলাকা শুনশান, পরে জানা গেল কুকুর  
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team