কলকাতা থেকে ওয়েব ডেস্ক: কাবুল থেকে ৮৫ জন ভারতীয় কে ফিরিয়ে আনল বায়ুসেনা। শনিবার সকালে ভারতীয় বায়ুসেনার সি-১৩০ যে ট্রান্সপোর্ট বিমানটি এই উদ্ধার কাজ চালায়। সংবাদ মাধ্যম সূত্রে খবর কাল থেকে ফেরার সময় বিমানটি তাজিকিস্তানে অবতরণ করে জ্বালানি ভরার জন্য।
Air Force’s Special Flight Evacuates Over 85 Indians From Kabul: Report https://t.co/vbjRmMzpO8 pic.twitter.com/jLH3iuNBiU
— NDTV News feed (@ndtvfeed) August 21, 2021
আরও পড়ুন: কো-এডুকেশনে ফতোয়া তালিবানের, উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মেয়েরা
গত সপ্তাহে কাবুলের পতনের পর এখনো হাজারেরও বেশি ভারতীয় নাগরিক আফগানিস্তানের বিভিন্ন শহরে রয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। ভারতীয়দের কোন দেশে ফিরিয়ে আনার গোটা প্রক্রিয়াটি হচ্ছে আফগানিস্থানে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে। কিন্তু পরিস্থিতি গত কারণে বর্তমানে দূতাবাসের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ভারতীয়দের উদ্ধার কাজেও জটিলতা দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার ভারতীয় বায়ুসেনার আরও একটি বিমান কাবুল থেকে ২৫০ জন ভারতীয়কে উদ্ধার করে। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গোটা উদ্ধার কাজ চালাচ্ছে ভারত।
গত ১৫ অগাস্ট কাবুলের পতনের পর ভারতীয় দূতাবাসের সমস্ত আধিকারিক ও কূটনীতিকদের সবার প্রথমে দেশে ফিরিয়ে এনেছিল বায়ুসেনা। তারপর থেকে ধাপে ধাপে সেখানে কর্মরত ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া জারি রেখেছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: কাবুল এয়ারপোর্টের ভাইরাল ‘বেবি’ চিকিৎসার পর ফিরে এল বাবা মায়ের কোলে
উল্লেখ্য আফগানিস্তানের ক্ষমতায় এলে ভারতের ভয়ের কোন কারণ নেই। কাতার থেকে এমনই আশ্বাস দিয়েছিল তালেবান। কিন্তু গতকাল শুক্রবার কান্দাহার এবং হেরাতের দুই ভারতীয় দূতাবাসে হামলা চালায় তালিবান। আর সেই ঘটনা রীতিমতো নড়েচড়ে বসেছে মোদী সরকার। তালিবানের আশ্বাসে কতটা বিশ্বাস করবে ভারত প্রশ্ন উঠছে সে বিষয়ে। এমন পরিস্থিতিতে সেদেশে আটকে থাকা ভারতীয়দের দ্রুত ভারতে ফেরানো এখন বড় চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।