কাবুল: দেশের ক্ষমতা দখলের পরে আন্তর্জাতিক বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছে তালিবান। আফগানিস্তানের মাটিতে পাকিস্তান বিরোধী ক্রিয়াকলাপ বরদাস্ত হবে না বলে আগেই জানিয়েছিল তারা। এবার ভারত-পাক সম্পর্ক নিয়ে প্রতিক্রিয়া দিল তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। শান্তির মাধ্যমে দ্বিপাক্ষিক সমস্যা মেটানোর পরামর্শ দিল তালিবান।
প্রায় দুই সপ্তাহ আগে কাবুলের দখল নিয়েছে তালিবান। সেই সঙ্গে প্রায় সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে গিয়েছে ওই জঙ্গিগোষ্ঠীর দখলে। দুই দশক পরে ফের আফগানিস্তান দখল করে নানাবিধ নিয়ম চালু করেছে বিভিন্ন জায়গায়। সেই সঙ্গে রাষ্ট্র পরিচালনার জন্য আন্তর্জাতিক নীতিও নিয়েছে তারা। যদিও এখনও তালিবান শাসনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়নি জাতি সংঘ।
এই অবস্থায় একটি পাকিস্তান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারত-পাক সম্পর্ক নিয়ে কথা বলেছে তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। তার মতে, “ভারত এবং পাকিস্তানের উচিত নিজেদের মধ্যে আলোচনা করে সকল সমস্যা মিটিয়ে নেওয়া। কারণ দুই পড়শি রাষ্ট্র অনেক বিষয়ে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তাই উভয় পক্ষেরই উচিত ইতিবাচক লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া।” ভারত-পাক সম্পর্ক মজবুত হলে সমগ্র উপমহাদেশের উন্নতিতে সহায়ক হবে বলেও দাবি করেছে তালিবান মুখপাত্র।
আরও পড়ুন- অনুব্রতর হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের আগেই উপাচার্যের দফতর ঘেরাও পড়ুয়াদের
পাক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে উঠে এসেছে কাশ্মীর প্রসঙ্গ। যা নিয়ে দেশভাগের সময় থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের বিবাদ চলছে। দুই দেশের বহু সেনা প্রাণ দিয়েছেন। সেই বিষয়ে ভারতের কোর্টেই বল ঠেলে দিয়েছে তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। তার কথায়, “দিল্লির উচিত ইতিবাচক আলোচনার মাধ্যমে যাবতীয় সমস্যা মিটিয়ে নেওয়া।”
আরও পড়ুন- শহরে আচমকা হানা দিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, ধৃত ৩ জালিয়াত
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দিন কয়েক আগেই পাকিস্তানকে নিজেদের ‘সেকেন্ড হোম’ বলে দাবি করেছিল তালিবান। সেই সঙ্গে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুধে ষড়যন্ত্র করলে তা বরদাস্ত করা হবে না। যা নিয়ে পাক সংবাদমাধ্যমে জাবিউল্লা মুজাহিদ বলেছে, “শুধু পাকিস্তান কেন, কোনও রাষ্ট্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা যাবে না আফগানিস্তানের মাটিতে বসে। আমরা সেটা করতে দেব না।” আফগানিস্তানের সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখবে বলেও আশা প্রকাশ করেছে তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ