ওয়েবডেস্ক-নতুন ঋণ (Loan) পেতে পাকিস্তানকে (Pakistan) মানতে হবে নয়া ১১ শর্ত (11 conditions) , এমনটাই নির্দেশ দিয়েছে আইএমএফ (IMF)। পাকিস্তানের পুরো বাজেট সংসদে পাশ করাতে হবে। কেন্দ্রীয় সরকার ছাড়াও চার রাজ্যকেও মানতে হবে নানা শর্ত। বিদ্যুৎ, কৃষি প্রভৃতি ক্ষেত্রে বড়সড় সংস্কার করতে হবে। ভারতের সঙ্গে সংঘাতের আবহে পাক অর্থনীতি নিয়ে উদ্বেগ আইএমএফ-র। তবে পাকিস্তানের সামরিক বাজেট যে অনেকটাই বাড়ছে, সেটাও জানিয়েছে আইএমএফ। এই ১১টি নিয়ে আইএমএফ মোট ৫০টি শর্ত চাপালো পাকিস্তানের উপর।
উল্লেখ্য, দেউলিয়া পাকিস্তান। ঋণ পেতে বিশ্ব ব্যাঙ্কের কাছে হাত পেতেছে দেশটি। ভারত-পাক উত্তেজনা আবহে ভারতের হাজার বারণ সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দেয় আইএমএফ। পাকিস্তানকে ৮৫০০ কোটির ঋণ দিয়েছে আইএমএফ। তবে ঋণ দিলেও আইএমএফ যে পুরোপুরি পাকিস্তানক্লে বিশ্বাস করতে পারছে না, তা বোঝা গেল শর্ত আরোপের মধ্যে দিয়েই। আইএমএফ সতর্ক করে দিয়েছে ভারতের সঙ্গে উত্তেজনা- প্রকল্পের আর্থিক, বৈদেশিক এবং সংস্কার লক্ষ্যগুলির ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
আরও পড়ুন-গভীর সঙ্কটে মার্কিন অর্থনীতি, দেখুন বড় খবর
শর্ত গুলি কী কী
১৭.৬ ট্রিলিয়ন পাক টাকার নতুন বাজেটের সংসদীয় অনুমোদন।
বিদ্যুৎ বিলের উপর ঋণ পরিশোধের সারচার্জ বৃদ্ধি, পাশাপাশি তিন বছরেরও বেশি পুরানো ব্যবহৃত গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
২০২৭ সালের মধ্যে সমস্ত আর্থিক পরিকল্পনা সামনে আনতে হবে পাক সরকারকে। বরাদ্দ পাকিস্তান ঠিক মতো ব্যবহার করছে না তারও রিপোর্ট দিতে হবে। যে কোনও ভাবেই এই টাকা কোনও অন্য খাতে ব্যবহার করা না হয়।
আইএমএফের প্রতিবেদনে আগামী অর্থবছরের জন্য পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ২.৪ ট্রিলিয়ন পাকিস্তানি টাকা রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি।
অপারেশন সিঁদুরের পর নিজেদের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ করার দেয় পাক সরকার, কিন্তু এবার আইএমএফের নির্দেশ অনুযায়ী তা আর বাড়াতে পারবে না পাক সরকার।
দেখুন আরও খবর-