লন্ডন: ৩১ অগস্টের পর আফগানিস্তানের মাটিতে আর একদিনও থাকা চলবে না৷ আমেরিকাকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে তালিবান৷ ফলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আর ছ’দিন সময় রয়েছে জো বাইডেন সরকারের হাতে৷ এই ছ’দিনের মধ্যে আরও বেশি সংখ্যক মানুষকে যাতে আফগানিস্তান থেকে বের করে আনা যায় সেই জন্য উদ্ধারকার্যে গতি এনেছে মার্কিন সেনা৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন উদ্ধারবাহিনীকে প্রশংসায় ভরিয়ে দেন৷ পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, শেষ দশ দিনে দারুণ কাজ হয়েছে৷
গত মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে আফগান সঙ্কট নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের প্রধানরা৷ সেখানে উঠে আসে আফগানিস্তান থেকে সেখানকার নাগরিকদের দেশ ছাড়ার বিষয়টি৷ গোষ্ঠীভুক্ত সকল দেশই ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে, আফগানিস্তানের মানুষদের শান্তি ও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে৷ বিশেষ করে মহিলা ও শিশুদের৷ তাই ৩১ অগস্টের পরেও আফগানদের দেশ ছাড়ার পথে কোনও বাধা যেন না দেয় তালিবান৷ তারা যাতে নিরাপদে আফগানিস্তান ছাড়তে পারে সেই ‘গ্যারান্টি’ দিতে হবে তালিবানকে৷
আরও পড়ুন: আফগানিস্তান থেকে ভারতে আসা ১৬ জন কোভিড পজিটিভ
তালিবান কাবুলের দখল নেওয়ার পরই আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে৷ প্রতিদিনই ভিড় বাড়ছে কাবুল বিমানবন্দরের বাইরে৷ আবার একাধিক দেশের বিমানের আফগানিস্তান ছাড়ছেন হাজার হাজার মানুষও৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ‘গত ১০ দিনে দারুণ কাজ হয়েছে৷ ১৪ অগস্ট থেকে এপর্যন্ত ৭০ হাজার ৭০০ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ জুলাইয়ের শেষ থেকে ধরলে সংখ্যাটা ৭৫ হাজার ৯০০৷ শেষ ১২ ঘণ্টায় আমেরিকার ১৯ টি সামরিক বাহিনী, ১৮টি সি-১৭এস এবং একটি সি-১৩০ বিমানে আফগানিস্তান ছেড়েছেন ৬৪০০ মানুষ৷ আর অন্যান্য দেশের বিমানে শেষ ১২ ঘণ্টায় কাবুল ছেড়েছেন ৫৬০০ মানুষ৷’ কিন্তু এখনও বহু মানুষ দেশ ছাড়তে পারেননি৷ এই ছ’দিনের মধ্যে কি সকলকে আফগানিস্তান থেকে বের করে আনা সম্ভব? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বল তালিবানের কোর্টে পাঠিয়েছেন৷ জানিয়েছেন, সেটা নির্ভর করছে তালিবানের উপর৷
We have made significant progress in the last ten days. pic.twitter.com/yySjGDwFO6
— President Biden Archived (@POTUS46Archive) August 25, 2021
আরও পড়ুন: তালিবানের লুঠ করা মার্কিন অস্ত্র পাকিস্তান হয়ে পৌঁছতে পারে ভারতে
এদিকে সময়সীমা যত কমছে ততই উদ্ধারকার্যে গতি বাড়াচ্ছে একাধিক দেশ৷ বুধবার সকালে রাশিয়া আরও চারটি বিমান কাবুল পাঠিয়েছে৷ সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বিমানগুলিতে ৫০০ জনকে আফগানিস্তান থেকে তুলে আনা হবে৷ মঙ্গলবার সকালে দিল্লি আসে ভারতীয় ও আফগান নাগরিক-সহ ৭৮ জন৷ তবে আফগানদের মধ্যে যেভাবে দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে তাতে খুশি নয় তালিবান৷ জঙ্গি সংগঠনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আর কাউকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হবে না৷ ভয় না পেয়ে কাবুল বিমানবন্দরের বাইরে বিমান ধরার অপেক্ষায় থাকা নাগরিকদের বাড়ি চলে যাওয়া উচিত৷ আমরা সকলের নিরাপত্তা দেব৷’