ওয়াশিংটন : আমেরিকার সুপার মার্কেটে বন্দুকবাজের হামলা। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১২ জন।
বৃহস্পতিবার আমেরিকার টেনেসির মেমফিসের এক সুপার মার্কেটে এলোপাথাড়ি গুলি চালায় এক ব্যক্তি। এই হামলার ফলে জখম হন কমপক্ষে ১২ জন। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। কিন্তু পুলিশ আসার আগেই ওই বন্দুকবাজ নিজের বন্দুক ব্যবহার করে আত্মহত্যা করে। ওয়াশিংটন পুলিশ জানায়, মেমফিসের কোলিয়ারভিলে অবস্থিত একটি সুপার মার্কেটের সামনে গুলি চলে। সেই সময় ওই মার্কেটের সামনে প্রচুর লোকজন ছিল। কোলিয়ারভিলের পুলিশ প্রধান ডেল লিন সাংবাদিকদের জানান, যারা জখম হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ওই মার্কেট এলাকা ঘিরে রেখেছে। ক্রেতা এবং দোকানের মালিকদের সুপারমার্কেট খালি করে দিতে বলা হয়েছে।
আরও পড়ুন : কাবুলে সন্ত্রাস দমনের জন্য ড্রোন হামলায় মৃত ৭ শিশু সহ ১০, ভুল স্বীকার মার্কিন সেনার
এক প্রত্যক্ষদর্শী জানান, চোখের সামনে এই প্রথম তিনি এই রকম ভয়ানক দৃশ্য দেখলেন। হামলা চলাকালীন যে ক্রেতারা দোকানের মধ্যে ছিলেন, নিজেদের প্রাণ বাঁচাতে তাঁদের দোকানের ভেতরে, আলমারির মধ্যে লুকিয়ে থাকতে দেখেছেন ওই প্রত্যক্ষদর্শী। হামলাকারী ওই সুপার মার্কেটের কোনও কর্মচারী কিনা, এই বিষয়ে সঠিক করে কিছু বলতে পারেননি পুলিশ প্রধান লিন। এই ঘটনার তদন্ত করছে এফবিআই। এদিকে যুক্তরাষ্ট্রের একটি বড় সমস্যা হল অস্ত্র আইন নিয়ন্ত্রণ। এখানে যে কেউ অস্ত্র রাখতে পারেন। যার ফলে এই ধরণের গুলি চালানোর ঘটনা প্রায় ঘটে থাকে বলে মত প্রকাশ করেছেন অনেকে।