মাস্ক খুলে ফেলছে ব্রিটেন। গত মাসে লকডাউন তুলে নেওয়ার কথা থাকলেও ডেল্টা স্ট্রেনের কারণে এখনও তা জারি রয়েছে। তবে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৯ জুলাই তুলে নেওয়া হবে লকডাউন। যদিও শুধু লকডাউন নয় এবার তুলে নেওয়া হবে করোনার সুরক্ষাবিধিও।এমনটাই জানালেন ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
সম্প্রতি ব্রিটিশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৯ জুলাই থেকে তুলে নেওয়া হবে লকডাউন। থাকবে না আলাদা করে সুরক্ষাবিধি। কারণ সুরক্ষাবিধির বিষয়টি পুরোপুরি ব্রিটেনের নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী সাধারণ নাগরিকরা বুঝবেন তাঁদের সুরক্ষাবিধি মানার প্রয়োজন রয়েছে কিনা।
প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ‘করোনা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। কাজেই এই ভাইরাস থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই দায়িত্ব সম্পূর্ণ নিজেকে নিতে হবে।’
ইতিমধ্যেই ৮৬ শতাংশ ব্রিটিশ নাগরিক ভ্যাকসিনের একটি করে ডোজ নিয়ে নিয়েছে। তাঁদের মধ্যে ৬৩ শতাংশ নাগরিকের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে।