ইসলামাবাদ: হাসপাতালে ডিউটি চলাকালীন পরা যাবে না জিনস। মহিলা চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের বাধ্যতামূলকভাবে ওড়না কিংবা স্কার্ফ ব্যবহার করতে হবে। পোশাক নিয়ে তালিবানি ‘ফতোয়া’ পাকিস্তানের বাহাওয়াল ভিক্টোরিয়া হাসপাতালের। হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মহম্মদ ইউনুস ওয়ারাইচের একটি নির্দেশিকায় পোশাক সংক্রান্ত বিধিনিষেধের কথা জানিয়েছেন।
রীতিমতো তালিকা প্রকাশ করে কোন পোশাক ব্যবহার করা যাবে, কোনও পোশাকই বা নিষিদ্ধ তা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের যুক্তি, ইসলাম মতাদর্শের প্রচার এবং সমাজকে বার্তা দেওয়ার জন্য নয়া পোশাক বিধি চালু করা হয়েছে। মেডিক্যাল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, মহিলা কর্মী ও চিকিৎসকদের সুবিধার্থে কী কী নিষিদ্ধ তার তালিকা দেওয়া হয়েছে।
পাকিস্তানের দ্য ডন সংবাদপত্রকে ওয়ারাইচ জানিয়েছেন, অপারেশনের সময় ওড়নার সঙ্গে ল্যাব কোট এবং ম্যাটারনিটি গাউন ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। হালকা গয়নাও ব্যবহার করা যেতে পারে। তবে ভারী গয়না কোনও ভাবেই পরতে পারবেন না মহিলা চিকিৎসকরা। তিনি বলেন, ইসলাম এবং ধর্মীয় মূল্যবোধ প্রচার এবং সমাজ সংস্কারের জন্য এই পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন: তালিবানদের সমর্থনে কথা বলে বিতর্কে জড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান