ইসলামাবাদ: দেশে বাড়তে থাকা ধর্ষণ এবং নারী নির্যাতনের জন্য মেয়েদের পোশাক দায়ী৷ ইমরান খানের বেফাঁস মন্তব্যে বেজায় চটেছেন নেটিজেনরা৷ পাক প্রধানমন্ত্রীর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা৷ এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন৷ ইমরান খানের সুরেই তিনি বলেন, ‘স্বল্পবাস পুরুষ দেখলে মেয়েদেরও মন চঞ্চল হয়৷ যদি না তাঁরা রোবট হয়৷’
আরও পড়ুন: কোভিড নিয়ে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর
রাজনীতির ২২ গজে নামার আগে ক্রিকেট খেলতেন ইমরান খান৷ পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি৷ সুদর্শন ইমরানের এক চাহনিতে ‘ক্লিন বোল্ড’ হয়ে যেতেন মহিলা ভক্তরা৷ ইমরানের যৌবনকালের একটি ছবি মঙ্গলবার ট্যুইট করেন তসলিমা৷ ছবিতে ইমরানের ঊর্ধ্বভাগ দৃশ্যমান এবং তাতে কোনও জামা নেই৷ সেই ছবি পোস্ট করে তসলিমা লেখেন, ‘কোনও পুরুষ যদি স্বল্প পোশাক পরেন তার প্রভাব মহিলাদের মনে পড়ে৷ তাদের মন চঞ্চল হয়ে ওঠে৷ রোবট হলে অবশ্য ভিন্ন কথা৷’
If a man is wearing very few clothes, it will have an impact on women, unless they are robots. pic.twitter.com/2Bdix7xSv7
— taslima nasreen (@taslimanasreen) June 22, 2021
আরও পড়ুন: ধর্ষণের জন্য মেয়েদের পোশাককে দায়ী করে সমালোচিত ইমরান খান
সম্প্রতি একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে পাকিস্তান৷ এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছেও প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে৷ ইমরানের কাছে জানতে চাওয়া হয়, নারী নির্যাতন এবং ধর্ষণ নিয়ন্ত্রণে পাক সরকার কী কী পদক্ষেপ করেছে? তখনই ধর্ষণের দায়ভার মেয়েদের ঘাড়ে চাপান ইমরান খান৷ তিনি বলেন, ‘কামনা বা বাসনা সংবরণ করার জন্যই পর্দা প্রথার প্রচলন হয়েছে। তবে এই সংবরণের জন্য যে ইচ্ছাশক্তি দরকার, তা সবার নেই৷ কোনও মহিলা যদি স্বল্প পোশাক পরেন তাহলে রোবট না হলে তার প্রভাব একজন পুরুষের মনে পড়তে বাধ্য৷ এটা খুব সাধারণ ব্যাপার৷’