ওয়াশিংটন: এক পক্ষকালের বেশি সময় ধরে তালিবানের দখলে রয়েছে আফগানিস্তান। সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। খুব শীঘ্রই আফগানিস্তানে সরকার গঠনের কাজ শুরু করবে বলেও ঘোষণা করেছে আমেরিকা। এই অবস্থায় আফগান পরিস্থিতির মোকাবিলায় বিদেশ সফরের পরিকল্পনা করেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন।
আগামী রবিবার তিনি বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া মারফত সেই সফরের কথা ঘোষণা করেছেন অ্যান্টনি ব্লিংকেন। তিনি জানিয়েছেন যে আগামী পাঁচ সেপ্টেম্বর তিনি দোহা, কাতার এবং রামস্টেইন, জার্মানির উদ্দেশ্যে রওনা হবেন। টুইট করে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন আরও লিখেছেন, “এই সফরটি আফগানিস্তানে সহযোগিতার গুরুত্বকে তুলে ধরবে। ইতিহাসের সবথেকে বড় এয়ারলিফট সম্পন্ন করার জন্য জার্মান ও কাতারি বন্ধুদের ধন্যবাদ জানাতে সাহায্য করবে।”
আরও পড়ুন- সাধারণের প্রবেশাধিকার দেওয়া হবে দিল্লি বিধানসভার সুড়ঙ্গে: স্পিকার
গত ১৫ অগস্ট কাবুলের দখল নেয় তালিবান। সেই সঙ্গে প্রায় সমগ্র আফগানিস্তানের দখল চলে যায় তালিবানের নিয়ন্ত্রণে। ২০০১ সাল থেকে আমেরিকার সেনা মোতায়েন ছিল আফগানিস্তানে। সেই সঙ্গে বহু মার্কিন নাগরিক ছিলেন কাবুলিওয়ালার দেশে। সেই সকল মানুষকে নিজেদের দেশে উড়িয়ে নিয়ে গিয়েছে আমেরিকা। সেই সঙ্গে মার্কিনীদের সাহায্য করা বহু আফগানদেরকেও উড়িয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে ওয়াশিংটন।
কাবুল বিমানবন্দর
সেই এয়ারলিফট সম্পন্ন করতে দোহা, কাতার বা জার্মানির সাহায্য নিয়েছে আমেরিকা। কাবুল থেকে অনেক বিমান দোহা হয়ে অন্যত্র গিয়েছে। সেই কারণেই ওই সকল রাষ্ট্রগুলির কাছে কৃতজ্ঞ মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণেই সই সকল রাষ্ট্রকে সহযোগিতা জানাতেই চাইছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। সেই সঙ্গে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ওই সকল দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন- প্রতিবাদী সহযাত্রীকে মারধর, সোনার চেন ছিনিয়ে নিলেন অন্তর্বাস পরা মত্ত বিধায়ক
২০২০ সালের নভেম্বর মাস থেকে আমেরিকার বিদেশ সচিব পদে নিযুক্ত রয়েছেন অ্যান্টনি ব্লিংকেন। এর আগে ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-সচিব এবং রাষ্ট্রপতি বারাক ওবামার নেতৃত্বে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত উপ-জাতীয় সুরক্ষা উপদেষ্টা ছিলেন।