জেনেভা: করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)৷ কারণ, সংক্রমণের হার বিভিন্ন দেশে কম-বেশি হচ্ছে৷ বিশেষ করে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি ছড়াচ্ছে। তাই করোনা কবে শেষ তা সম্পূর্ণ বিশ্ববাসীর উপর নির্ভর করছে। আমরা চাইলেই করোনাকে রুখে দিতে পারি। শুক্রবার হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়ুসাস একথা বলেছেন।
আরও পড়ুন- সোমবার থেকে সব স্কুল খুলছে পাঞ্জাবে
আমেরিকার সিডিসি( সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল)-র বক্তব্যও একই। তাদের রিপোর্টেও করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রমক বলে প্রকাশ পেয়েছে। যা ভয়াবহ আকার ধারণ করতে পারে। হু-র বক্তব্য, গত চার সপ্তাহে ছ’টি অঞ্চলের মধ্যে পাঁচটিতে কোভিডের সংক্রমণ ৮০ শতাংশ বেড়েছে। যা প্রায় দ্বিগুণের কাছাকাছি। এই চার সপ্তাহেই শুধু আফ্রিকাতে প্রায় ৮০ শতাংশ মৃত্যু বেড়েছে। যার অন্যতম কারণ, করোনার ডেল্টা রূপ। বিশ্বের ১৩২টা দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। হু-র বক্তব্য, বিশ্ববাসীর হাতেই করোনা নিধন সম্ভম।
আরও পড়ুন- জলমগ্ন হাওড়া স্টেশন, শনিবারও বাতিল একগুচ্ছ ট্রেন
প্রথম থেকেই করোনা ভাইরাস নিজের রুপ বদলাতে থাকে৷ সংক্রমণের সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনার পরিবর্তিত রুপ বেশি সংক্রমক ও ভয়ের কারণ হয়ে দাঁড়ায়৷ তাই, সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে৷ তবেই, করোনা নিয়ন্ত্রণ সম্ভব৷ যে কথা হু প্রধান বলেছেন৷