গত ১৯ নভেম্বর ইন্টারন্যাশনাল মেনস ডে (International Men’s Day) উপলক্ষে একটি মজার তথ্য তাদের টুইটার অ্যাকাউন্টে (twitter account) প্রকাশ করে ভ্যাজাইনা মিউজিয়াম (Vagina Museum)। চিকিত্সক ও বিজ্ঞানীদের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করে একটি টুইটার থ্রেডে(twitter thread) মিউজিয়াম কর্তৃপক্ষ জানায় মহিলাদের প্রজনন নালীর সব অঙ্গ প্রতঙ্গগুলির নাম রাখা হয়েছে পুরুষ চিকিত্সক ও বিজ্ঞানীদের নামে । ইতিমধ্যেই ভাইরাল এই টুইটার থ্রেডে (viral twitter thread) এটিও উল্লেখ করা রয়েছে যে গোটা গাইনোকোলজিক্যাল অ্যানাটমিতে(gynaecology anatomy) মহিলাদের নামে কোনও অঙ্গ প্রতঙ্গই নেই!
Since it’s #InternationalMensDay, here’s a thread of every part of the gynaecological anatomy that is named after a man, with a bit of trivia about each man. Some of the bits are very specific. Before you ask, there are no parts of the gynaecological anatomy named after women…
— Vagina Museum (@vagina_museum) November 19, 2022
ERNST GRÄFENBERG (1881-1957)?? is the namesake of the G-spot, the sensitive spot on the front wall of the vagina. The G-spot isn’t a true anatomical feature – some people feel it and some don’t. It’s where the urethra meets the crura and bulbs of the clitoris. pic.twitter.com/w3YDpqR0D9
— Vagina Museum (@vagina_museum) November 19, 2022
REGNIER DE GRAAF (1641-1673)?? is the namesake of Graafian follicles, the cellular aggregations with the potential to release an egg which make up much of the ovaries. They’re also known as ovarian follicles. pic.twitter.com/QcVyzVpiZy
— Vagina Museum (@vagina_museum) November 19, 2022
ALEXANDER SKENE (1837-1900)??????? is the namesake of Skene’s glands, a pair of glands on either side of the urethral opening which secrete a fluid during arousal and orgasm (“female ejaculation”). You can also call them paraurethral glands. pic.twitter.com/i6oIKZnaWW
— Vagina Museum (@vagina_museum) November 19, 2022
টুইটার থ্রেড শুরু হয়েছে ইটালিয়ান চিকিত্সক (Italian physician) গ্যাবরিয়েল ফ্যালোপপিওকে (Gabriel Falloppio ) দিয়ে যাঁর নামে ফ্যালোপিয়ান টিউবের(fallopian tube) নামকরণ হয়। এরপর এই তালিকায় উল্ল্যেখ রয়েছে ব্রিটিশ আমেরিকান গাইনেকোলজিস্ট (British American Gynaecologist) অ্যালেক্সান্ডার স্কিন (Alexander Skene)। যাঁর নামে রাখা হয়ে স্কিন গ্ল্যান্ড(Skene gland)। এই স্কিন গ্ল্যান্ড হল ইউরেথ্রাল ওপেনিংয়ের(urethral opening) দু’দিকেই রয়েছে এই দু’টি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকেই অ্যারাউজ্যাল (arousal) ও অরগ্যাজমের(orgasm) (ফিমেল ইজাকুলেশন-female ejaculation) সময় তরল পদার্থ নিষ্ক্রিয় হয়।
আরও পড়ুন: অনিয়মিত ঋতুস্রাবে খুব কাজের এই ঘরোয়া টোটকা
একই রকম ভাবে ডাক্তারি ভাষায় ওভ্যারিয়ান ফোলিকেল্স (ovarian follicles) এসেছে ডাচ চিকিত্সক (Dutch physician )রেইনার ডি গ্র্যাফ (Regnier de Graaf); জার্মান ফিজিওলজিস্ট(German physiologits) জোহানেস পিটার মুলারের(Johannes Peter Muller) নামে নামকরন হয়েছে মুলারিয়ান ডাক্টস। এই টুইটার থ্রেডটির লম্বা এই তালিকায় রয়েছে এরকম আরও অনেক নাম।
এখনও পর্যন্ত এই টুইটার থ্রেড পেয়েছে ৩০ হাজারেরো বেশি লাইক। তবে শুধু লাইক করেই থেমে থাকেননি নেটিজেনরা বরং তুলে ধরেছেন একাধিক মহিলা চিকিত্সকের কথা যাঁদের কথা ও চিকিত্সা ক্ষেত্রে অবদান ইতিহাসের পাতায় নেই বললেই চলে।
ALEXANDER SKENE (1837-1900)??????? is the namesake of Skene’s glands, a pair of glands on either side of the urethral opening which secrete a fluid during arousal and orgasm (“female ejaculation”). You can also call them paraurethral glands. pic.twitter.com/i6oIKZnaWW
— Vagina Museum (@vagina_museum) November 19, 2022
এরপর একের পর এক টুইটার কমেন্টে উঠে আসে ফাদার অফ গাইনোকোলজি ম্যারিওন সিমসেরও নাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে চিকিত্সার নামে তাঁর যতরকম অনৈতিক পদ্ধতির শিকার হতেন ক্রিতদাসীরা। লন্ডনের ক্যাম্ডেন মার্কেটের এই ভ্যাজাইনা মিউজিয়ামে গাইনি অ্যানাটমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তৈরি করা হয়েছে।