কলকাতা: করোনায়(Covid19)আক্রান্ত হয়ে সেরে ওঠার পর অনেকেরই নানা শারীরিক ও মানসিক জটিলতায় ভুগেছেন। আবার অনেকের স্নায়ুর সমস্যায় দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, পুরোপুরি দৃষ্টি চলে যাওয়া, এমনকি পরিচিত মানুষের মুখ চিনতে না পারার সমস্যা দেখা দেয় লং কোভিডে।চার সপ্তাহের বেশি সময় ধরে কোভিডের উপসর্গ থাকলে তা লং কোভিড বলছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে করোনাভাইরাসের (Covid19) আক্রান্ত হলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। এর জন্য সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, সঠিক চিকিৎসা না হলে সারাজীবনের সঙ্গী হতে পারে নানা অসুখ। বিশেষজ্ঞদের দাবি, লং কোভিড (Long Covid) দুর্বল করে দিচ্ছে রোগীর নার্ভাস সিস্টেমকে (Nervous System), এর থেকেই মুখে স্ট্রোকের (Stroke) মতো সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, কোভিড মস্তিষ্ক বা নার্ভাল সিস্টেমে ছড়িয়ে পড়লে “নেভিগেশনাল ঘাটতি”(Navigational Deficits) সমস্যা দেখা দিতে পারে। যার জেরে সাধারণত পরিচিত মানুষের মুখ চিনতেও পারে না রোগী।
এই সমস্যা আক্রান্ত ২৮ বছরের মহিলা অ্যানি গবেষকদের তাঁর নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি জানান, ২০২০ সালে ২৮ বছরের অ্যানি কোভিড-এ আক্রান্ত হয়েছিলেন। কোভিডে আক্রান্তের আগে ওই মহিলা মুখ চিনতে কোনও সমস্যা হয়নি। ভাইরাস সংক্রামিত হওয়ার দুই মাস পরে, তিনি এমনকি তার নিকটতম পরিবারের সদস্যদের সনাক্ত করতে পারছিলেন না। এই মহিলা জানিয়েছেন, তিনি তার বাবার মুখ চিনতে পারছিলেন না। তিনি গবেষকদের বলেছিলেন যে তিনি এখন পরিচিত ব্যাক্তিদের চেনিার জন্য সেই মানুষটির গলার স্বরের ওপর নির্ভর করেন।
কোভিডের উপসর্গ হিসেবে শ্বাসকষ্টকে ধরে নেওয়া হয়েছিল প্রথম দিকে। আক্রান্ত হচ্ছিল হার্ট ও ফুসফুস (Heart and lungs)। কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ার পর শুধুমাত্র ফুসফুস কিংবা হৃদযন্ত্র নয়, মস্তিষ্ক ও অবশ্যই স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমেও এর প্রভাব পড়ছে বলেই কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চিকিৎসকেরা। কারও ক্ষেত্রে একটানা মাথা ব্যথা বা মাথা ধরে থাকা, হয়তো বাড়িতেই সেরে গেল। গন্ধ পাচ্ছেন না অনেকেই, অনেকের ক্ষেত্রেই এই অনুভূতি ফিরে আসতে সময় লাগছে। বা কেউ সেরে গিয়ে কোভিড নেগেটিভ হওয়ার পরও গন্ধের অনুভূতি ফিরে পাননি মাস দুই-তিন পরেও। কারও ক্ষেত্রে স্বাদের সমস্যা হচ্ছে। কোভিড এনকেফালাইটিসের রোগী ২ থেকে ৩ শতাংশ। এ ক্ষেত্রে মস্তিষ্কের কোষ থেকে কোভিড ভাইরাসের অস্তিত্ব মিলেছে। কোভিড(Covid19) রক্তে ছড়িয়ে পড়লে যে কোনও জায়গায় যেতে পারে, তাই প্রভাব পড়ছে মস্তিষ্কেও।সরাসরি মস্তিষ্কে সংক্রমণ হতে পারে বা প্যারা ইনফেকশন কমপ্লিকেশন হতে পারে। তবে শুধু নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও প্রভাব পড়তে পারে কোভিড-এর জন্য।
এছাড়াও, কোভিড থেকে সেরে ওঠার পর বহু মানুষের মধ্যেই ফুসফুসের সমস্যা দেখা দেয়। বহু মানুষই এই সমস্যা এড়িয়ে যান।সঠিক সময়ে চিকিৎসা না করালে মারাত্মক ক্ষতি হতে পারে, দাবি চিকিৎসকদের। করোনা থেকে সেরে ওঠার পর অবসাদে আক্রান্ত হতে দেখা যায় বহু মানুষকে। অনেকেই এই সময়ে নিজের ক্ষতি করে ফেলেন অবসাদে আক্রান্ত হয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা গুলি অবহেলা না করে চিকিৎসকদের পরামর্শ নিতে।