পক্ষাঘাতে আক্রান্ত পপ সেনসেশন জাস্টিন বিবার। ফ্যানেদের তাঁর এই শারীরিক সমস্যার কথা জানিয়েছেন বিবার নিজেই। সম্প্রতি বেশ কিছু শো ক্যানসেল করা হয় বিবারের। কারণ জানাতেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার অনুগামীদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তায় তাঁর সমস্যার কথা জানান বিবার। ভিডিয়োতে বিবার জানান বিরল এক শারীরিক সমস্যা র্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন তিনি সেই কারণে তাঁর মুখের ডান দিকটি সম্পূর্ণ ভাবে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। এর ফলে বিবার জানান ডান দিকের চোখের পাতা নাড়তে পারছেন না এমনকি হাসতেও পারছেন না।
View this post on Instagram
এই র্যামসে হান্ট সিন্ড্রোম ঠিক কি?(What is Ramsay Hunt Syndrome)
স্নায়ুতন্ত্রের এক ধরণের রোগ এই র্যামসে হান্ট সিন্ড্রোম। যখন ভ্যারিসেলা জস্টার নামে এক বিশেষ প্রকারের ভাইরাস মুখের সঞ্চালনায় যুক্ত স্নায়ুগুলোকে আক্রমণ করে তখন এই সমস্যা দেখা যায়। ভাইরাসের হানায় মুখের এই স্নায়ুগুলোতে ইনফ্লেমেশান দেখা দেয়। আর এই ইনফ্লেমেশনের কারণে স্নায়ুগুলো নিজের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ফলে মুখের যে জায়গায় এই ভাইরাস হানা দেয় সেখান টেম্পরারি ফেসিয়াল প্যালসি বা প্যারালিসিস দেখা দেয়। তখন ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মুখের মাংসপেশি মস্তিষ্কের সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন হয় এবং এর ফলে মাংসপেশিগুলো সঠিক ভাবে কাজ করতে বিফল হয়।
চিকিত্সকরা জানাচ্ছেন মানব দেহে মোট ১২টি ক্রেনিয়াল নার্ভ থাকে। আর এগুলির মধ্যে যখন সপ্তম ক্রেনিয়াল নার্ভে আক্রমণ চালায় ভাইরাস তখন এই র্যামসে হান্ট সিন্ড্রোম দেখা দেয়।
আরও পড়ুন: র্যামসে হান্ট সিন্ড্রোম আদৌ কি সারিয়ে তোলা সম্ভব?
র্যামসে হান্ট সিন্ড্রোমের লক্ষণ কী কী? (symptoms of Ramsay hunt syndrome)
এই র্যামসে হান্ট সিন্ড্রোমের কানের ভেতরে কিংবা কানের চারপাশে ব্যথা, লালচে র্যাশ কিংবা ফোস্কা গজিয়ে ওঠে। আর মুখের ওই অংশে সাময়িক পক্ষাঘাতে দেখ যায়।
এর পাশাপাশি রোগীরা আক্রান্ত কানে সারাক্ষণ বেল বাজার মতো আওয়াজ শুনতে পান আবার অনেকে সাময়িক ভাবে শ্রবণ শক্তিও হারিয়ে ফেলেন।
এছাড়া যে দিকে ভাইরাস হানা দিয়ে সেদিকের চোখেও সমস্যা দেখা যায়। চোখের পাতা ফেলা যায়না এর ফলে চোখে শুকিয়ে যায়।
এখানেই শেষ নয় কানের পাশাপাশি মুখের ভেতর, জিভেও র্যাশ বেরোয়। এছাড়াও মাথা ঘোরার সমস্যাও দেখা যায়।
মুখের একদিকের মাংশপেশি ও স্নায়ু শিথিল হয়ে যাওয়ার ফলে অনেকের মুখ ঝুলে যায়। খাওয়ার খেতে সমস্যা হয়। মুখ থেকে খাবার পড়ে যায়।
আরও পড়ুন: র্যামসে হান্ট সিন্ড্রোম কি ছোঁয়াচে?