কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পৃথিবীর জল-হাওয়া-মাটি বাঁচাতে ‘মিশনে’ নেমেছেন এই সন্ত। দাড়িবাবা। সাত সমুদ্র তেরো নদী পার। এক দেশ থেকে আর এক দেশে। পাহাড়-সীমান্ত সব অতিক্রম করে। সবটাই দু’চাকার মোটরবাইকে। আদতে ভারতীয় এই ধর্মগুরু মোটরবাইকে পেরিয়েছেন ১৮হাজার ছশো মাইল। ইওরোপ, আরব দুনিয়া থেকে নিজের দেশ ভারত কোথায় না গিয়েছেন। সদাহাস্য মানুষটির মুখে একটাই কথা ‘সেভ সয়েল’। পৃথিবীর মাটিকে রক্ষা করো।
পরিবেশপ্রেমী এই সদগুরুর জীবনের মোক্ষ একটাই, মা পৃথিবীকে সবুজ সতেজ রাখা। এই লক্ষ্যেই তাঁর মিশনের নাম দিয়েছেন ‘সেভ সয়েল’। মাটি অর্থাৎ এই আদিম ভূমিকে রক্ষা করো। সদগুরু কথায় গত দু’বছর ধরে তিনি মা পৃথিবীকে সবুজ রাখার বার্তা নিয়ে দেশ-বিদেশে বহু মানুষের সঙ্গে কথা বলছেন। নিজের মত জানিয়েছেন। নানা জাতি-বর্ণ-ধর্মের মানুষের কথা শুনেছেন। প্রত্যেকেই জানেন পৃথিবী আজ কত ভয়ংকর বিপদের মুখোমুখি। বিশ্ব উষ্ণায়নের বিপদ কতটা তীব্র।
সন্তের বার্তা, ‘তাই যে যেখানে আছেন। যার যতটুকু ক্ষমতা রয়েছে। মা পৃথিবীকে সুস্থ রাখতে প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব থেকেই যায়। সবাই ভাবে কেউ কিছু করবে। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার লোকটিকে আর খুঁজে পাওয়া যায় না।’ সন্ত জানাচ্ছেন, তিনিই সেই ঘণ্টা বাঁধার মানুষ। বলেছেন, ‘আমরা পৃথিবীর মানুষেরা তো একই মাটির উপর বাস করি। জীবন কাটাই। সেই মাটিই আজ বিপদের মুখে। এখন ঘুমিয়ে কাটালে দেরি হয়ে যাবে। সবাই মিলে একজোট হয়ে নামলে ঠিক মা পৃথিবীকে সুস্থ রাখা সম্ভব হবে।’
আরও পড়ুন Sweet lime surprise : সপ্তাহন্তে শরীর ও মন জুড়িয়ে দেবে দারুণ এই সামার ড্রিঙ্ক
এই সব কথা হচ্ছিল যখন, তখনই পৃথিবীর এক প্রান্তে চলছে ২ মাস ধরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। লাশের উপরে লাশ ডাঁই করে ফেলে রাখা হচ্ছে গণকবরের জমিতে। গুঁড়িয়ে যাচ্ছে শহর, বন্দর, রেলস্টেশন। ভারতীয় উপমহাদেশের একটি দেশ শ্রীলংকা অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত কোণঠাসা হয়ে প্রতিবাদে পথে নেমেছে। মাটি রক্ষা নিয়ে সতগুরুর কথা রাষ্ট্রনায়কদের কানে পৌঁছবে তো?