মুম্বই : মাস দুয়েক আগে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা মুম্বইয়ের জুহু পাড়ায় একটি অসাধারণ বাংলোতে চলে গেছেন বলে খবরে প্রকাশ। চারটি ফ্লোর বিশিষ্ট এই বাংলোটির দাম ১৯০ কোটি টাকা বলে জানা গেছে। এই বাংলো বাড়িটিতে রয়েছে একটি প্রশস্ত বাগান, বিশাল উঠোন এবং ব্যক্তিগত একটি জিম। এই বাংলোটি প্রয়াতের চলচ্চিত্র নির্মাতার দশ চোপড়ার বাড়ির পাশে।
প্রসঙ্গত, ঊর্বশীর দেশের গণ্ডি পেরিয়ে খ্যাতি ছড়িয়েছে বিদেশেও। এবার নতুন চমক দিয়েছেন অভিনেত্রী এক মিনিটের এক পারফরমেন্সের জন্য তিনি এক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যা শুনে বলিউডের অনেক তাবড় নায়িকার তাক লেগে গেছে।তেলেগু ভাষার একটি ছবি ‘স্কন্দ’তে একটি আইটেম গানে নাচবেন উর্বশী রাউতেলা। ছবিতে তিন মিনিট পারফরমেন্স করবেন অভিনেত্রী। এজন্য তিনি তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
২০১৩ সালে উর্বশী বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। যদিও তার ক্যারিয়ারে হিট ছবির সংখ্যা নেই বললেই চলে। তাতে অবশ্য অভিনেত্রীর কিছু আসে যায় না। সোশ্যাল মিডিয়ায় এই বলিউড অভিনেত্রীকে নিয়ে চর্চার শেষ নেই। পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই জল্পনা চলে বেশি। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, সামান্হা রুথ প্রভু,নয়নতারা, দীপিকা,ক্যাটরিনা,আলিয়া ভাটের মতো অভিনেত্রীদের পারিশ্রমিকের নিরিখে চমক তৈরি করেছেন উর্বশী।তাঁর পারিশ্রমিক শুনে লজ্জা পাবে বলিউডের প্রথম সারির নায়িকারা!
সম্প্রতি এক অনুষ্ঠানে উর্বশী এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন,”এটা খুবই ভালো ব্যাপার। যেকোনো অভিনেত্রী বা অভিনেতা নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন,তারা যেন এই দিনটা দেখতে পান”। উর্বশী বুদ্ধি খাটিয়ে তাঁর পারিশ্রমিক ঠিক কত তা নিয়ে ধোঁয়াশা রেখে এমনটাই উত্তর দেন।
২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।