সব জল্পনার শেষ! ‘ও মাই গড ২’-এর শ্যুটিং শুরুর জন্য মোটামুটি প্রস্তুত অক্ষয় কুমার। শোনা যাচ্ছে লন্ডনে ‘মিশন সিন্ডেরেলার’-র কাজ শেষ করেই ‘ও মাই গড ২’-এর শ্যুটিং-এ যোগ দেবেন আক্কি। অমিত রাই-এর ছবির জন্য অক্ষয় প্রস্তুত হলেও শুরু হয়েছে অন্য সমস্যা! শোনা গিয়েছিল প্রথম বারের মতোই ‘ও মাই গড ২’- এও কাজ করবেন পরেশ রাওয়াল। তবে এবার জানা যাচ্ছে পরেশ নন, থাকছেন পঙ্কজ ত্রিপাঠি।
সূত্রের খবর পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার জেরেই ‘ও মাই গড ২’ ছাড়লেন পরেশ রাওয়াল। পরেশের দাবি ছিল, ‘ও মাই গড’-এর সুপারহিট হওয়ার নেপথ্যে তাঁর অনেকটা অবদান রয়েছে। আর সেই কারণেই এবারের ছবিতে পারিশ্রমিক বাড়ানোর দাবি করেছিলেন তিনি। যদিও পরেশের প্রস্তাবে রাজি হননি নির্মাতারা। সেক্ষেত্রে ছবির বাজেট বেড়ে যেতে পারে বলে যুক্তি খাড়া করেছেন তারা।
আরও পড়ুন : শিকড়ে ফিরছেন পরেশ
নির্মাতাদের ব্যবসায়িক সুবিধের কথা ভেবে ছবি ভাল ব্যবসা করলে প্রফিট শেয়ারিং-এর প্রস্তাবও রাখেন অভিনেতা। তবে তাতেও রাজি হননি তাঁরা। আর তাই শেষমেশ ‘ও মাই গড- ২’ ছাড়ার সিদ্ধান্তই নিয়েছেন পরেশ রাওয়াল। পরেশ সরে যেতেই তাঁর জায়গায় পঙ্কজ ত্রিপাঠিকে কাজ করার প্রস্তাব দেয় টিম ‘ও মাই গড’। প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান পঙ্কজ।
পঙ্কজ ত্রিপাঠি ‘ও মাই গড’-এ কাজ করলে ছবিতে যে অন্য রকম একটা সমীকরণ দেখা যাবে তা নিয়ে আশাবাদী প্রযোজক- পরিচালকরা।
আরও পড়ুন : আক্কির শর্ত