শুরু হয়ে গেছে বিয়ের মরশুম। বিয়ে বাড়িতে শাড়ি পড়ে যেতে পছন্দ করেন অনেকেই। আপনিও যদি এই দলের একজন হন তা হলে ফ্যাশন ডিভা সোমন কাপুরের থেকে শিখে নিন কীভাবে শাড়ি পরে ট্র্যাডিশনাল কিংবা ফিউজন লুকে হয়ে উঠবেন নজরকাড়া।
সাদা শাড়ির সঙ্গে ব্লেজার
View this post on Instagram
শীতের রাতে সোনম কাপুরের মতো শাড়ির সঙ্গে ব্লেজার পরতে পারেন আপনি। দারুণ এই ফিউশন সাজে খুব সহজেই হয়ে উঠবেন সকলের নজরকাড়া। এক্ষেত্রে ভারি এমব্রয়ডারির কাজ করা হালকা রঙয়ের শাড়ি বাছুন। শাড়ির পাড়ের এমব্রয়ডারি কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে গয়না বাছুন। তবে খুব বেশি অ্যাকসেসরিজ পড়বেন না।
অরগ্যানজা সিল্কের শাড়ি
View this post on Instagram
শাড়ির ফ্যাশনে ইদানিং অরগ্যানজা সিল্কের রমরমা। আপনার পছন্দের যে কোনও রঙয়ের এই শাড়ি বাছতে পারেন। তবে বিয়ে বাড়িতে আর পাঁচজনের থেকে নিজেকে আলাদা দেখাতে চাইলেই বেছে নিতে পারেন একেবারে দুধ সাদা অরগ্যানজা সিল্কের শাড়ি। সঙ্গে সোনম কাপুরের মতো গাছের পাতার মতো নেকলাইন ও বেল স্লিভের ফুল হাতা ব্লাউজ দিয়ে শাড়ির সঙ্গে পেয়ার আপ করতে পারেন। সঙ্গে টিয়ার ড্রপ ক্রিশ্টাল কিংবা মুক্তোর কানের দুল। বিয়ে বাড়িতে আপনার থেকে চোখ সরাতেই পারবেন না বাকিরা।
হলুদ শাড়ির সঙ্গে অফ শোল্ডার ব্লাউজ
View this post on Instagram
বিয়ে বাড়ি হোক কিংবা কোনও অনুষ্ঠান বাড়ি সবাই যে জমকালো পোশাক পরতে পছন্দ করবেন তেমনটা নয়। আপনিও যদি এই দলের একজন হন তা হলে সোনম কাপুরের এই শাড়ি লুক দারুন ‘ইনস্পায়ারিং’। শাড়ির লুক সিম্পল হলেও এর সঙ্গে এই পাফ স্লিভের অফ শোলডার ব্লাউজ দারুণ মানিয়েছে।
চেক অ্যান্ড প্রিন্ট
View this post on Instagram
এই অফ হোয়াইট চেক প্রিন্টের ডিজাইনার শাড়ি খুব সুন্দর ভাবে ক্যারি করেছেন সোনম কাপুর। তার সঙ্গে বন্ধ গলার এই ফুল স্লিভ ম্যাচিং ব্লাউজ শীতের জন্য দারুণ একটা কম্বিনেশন। আপনি চাইলে শাড়ি ও ব্লাউজের সঙ্গে কালার কন্ট্রাস্টও করতে পারেন বেশ ভালই লাগবে।