আপাতত সক্রিয় রাজনীতির থেকে দূরে ছবির কাজেই মনোযোগ করতে চাইছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরিচালক অয়ন দের আগামী ছবিতে প্রধান চরিত্রে কাজ করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির নাম ‘ভয় পেওনা’।
এই ছবিতে অভিনেতা ওম সাহানির সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসতে চলেছেন শ্রাবন্তী। বৃহস্পতিবার এই ছবির শুভ মহরৎ করে শ্যুটিংয়ের কাজ শুরু হবে , এমনই জানালেন পরিচালক অয়ন। এই ছবি মূলত একটি হরর থ্রিলার জঁনারের।
ওম ও শ্রাবন্তীকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে ঘটতে থাকে নানা ধরনের ভৌতিক ঘটনা। কী হবে পরিনতি দেখা যাবে ছবি মুক্তির পর।
প্রসঙ্গত কিছুদিনের মধ্যেই বাংলাদেশের প্রযোজনায় একটি ছবি করতেও বাংলাদেশ যাওয়ার কথা অভিনেত্রী শ্রাবন্তীর।