নভেম্বরের ৫ তারিখ মুক্তি পাবে ‘সূর্যবংশী’। তার আগেই মুক্তি পেল ছবির গান ‘আইলা রে আইলা’। ভরপুর এনার্জির গানে দেখা মিলল রোহিত শেট্টির কপ ঘরানার তিন পুলিশেরই । দালের মেহেন্দির আইকোনিক পার্টি সং ‘আইলা রে আইলা’-র সঙ্গে ড্যান্স, অ্যাকশন সবই করলেন অক্ষয় কুমার, অজয় দেবগন আর রণবীর সিং।
‘সূর্যবংশী’র জন্য দালের মেহেন্দির সেই গানই রিক্রিয়েট করেছেন তানিষ্ক বাগচি। গান লিখেছেন শাব্বির আহমেদ।
আইকোনিক ‘আইলা রে আইলা’ কম্পোজ করেছিলেন প্রীতম। প্রীতমের পর এবার তানিষ্কের রিক্রেয়েশনে ‘আইলা রে আইলা’ গাইলেন সেই ওয়ান অ্যান্ড অনলি দালের মেহেন্দিই।
দেখে নিন ‘আইলা রে আইলা’: