কলকাতা: গায়ে লাগছে শিরশির কাঁপুনি। শীতের সকালে হালকা চাদর জড়িয়ে ভক্তদের মনে ঝড় তুললেন সোহিনী (Sohini Sarkar)।শীতের দিনে সোহিনী হালকা সাজ পারদ কয়েকগুন বাড়াল। পাতা ঝরানোর মরশুম শুরু হয়ে গিয়েছে। তাপমাত্রা যত কমছে, তত শহরের গায়ে জড়িয়ে যাচ্ছে ধুলোর চাদর, হারাচ্ছে রং। এই ধূসর রুক্ষ দিনে মন খারাপ করবেন না, বরং উষ্ণতা ছড়ালবেন সোহিনী সরকার।
অভিনেত্রীকে দেখা গেল কালো সরু ফিতের ডিপকাট চপের সঙ্গে ধূসর রঙে চাদর জড়িয়ে ছবি শেয়ার করতে। কাটো টপের সঙ্গে লাল স্কাট, গলায় চোকার-কানে দুল খোলা চুলে লাস্যময়ী সোহিনী ধরা দিয়েছেন।এই সাজ শীতের আবহে স্নিগ্ধতা ও ফ্যাশনের এক দারুণ মিশ্রণ। তাঁর স্টাইল সাধারণত আরামদায়ক ও নজরকাড়া।যা তাকে স্নিগ্ধ ও সতেজ দেখাচ্ছে।অভিনেত্রীর এই লুকে ভক্তরা মন হারাতে বাধ্য।ছবি দেখে এটা স্পষ্ট অভিনেত্রী ফেস্টিভ মুডে রয়েছেন। ক্রিসমাসকে ওয়েলকাম করতে রেডি সোহিনী।
View this post on Instagram
আরও পড়ুন: হলিউডে পা রেখেই আগুন ধরালেন বিদ্যুৎ জামওয়াল
অন্য খবর দেখুন