কবীর সিং-এর পর ফের একবার প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে জুটিতে কাজ করবেন শাহিদ কাপুর। এবার অবশ্য আর রোম্যান্টিক গল্প নয় পুরোদস্তুর অ্যাকশন ছবিতে দেখা যাবে শাহিদকে। ছবির নাম ‘বুল’। ১৯৮০-এর প্রেক্ষাপটে তৈরি হবে ‘বুল’। বাস্তব জীবন থেকেই নেওয়া হয়েছে কাহিনি।
আরও পড়ুন : জামিন পাননি আরিয়ান, ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছলেন শাহরুখ
শাহিদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে ভূষণ কুমার বলছেন, কবীর সিং-এর পর ফের একবার শাহিদের সঙ্গে কাজ করার সুযোগে খুশি তিনি। ছবিতে যে একেবারে অন্যরকম অবতারে দেখা যাবে শাহিদকে তা বেশ স্পষ্ট। ছবি সহ প্রযোজনার কাজ করবেন অমর বাটুলা আর গরিমা মেহতা। তাঁদের সঙ্গে কাজের সূত্রে যুক্ত হতে পেরেও খুশি ভূষণ কুমার।
‘বুল’-এর অংশ হতে পেরে খুশি শাহিদও। এমন একটা ইন অ্যান্ড আউট অ্যাকশন ছবিতে কাজ করতে পেরে ভাল লাগছে শাহিদের। ব্রিগেডিয়ার বালসারার জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ‘বুল’। ছবিতে একজন প্যারাট্রুপারের চরিত্রে দেখা যাবে শাহিদকে। যিনি তাঁর দলের সদস্যদের নিঃস্বার্থ হয়ে নেতৃত্ব দেন। বালসারা জীবন সাহসিকতা এবং নির্ভুলতার নির্দশন। ছবির স্বার্থে প্যারাট্রুপারের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আনন্দ আর ধরছে না শাহিদের।
আরও পড়ুন : ‘ফ্রেঞ্চ থ্রিলার’-এ শাহিদ
আদিত্য নিমবালকার নামে এক নবাগত পরিচালক ‘বুল’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন। আদিত্য এর আগে বিশাল ভরদ্বাজের সহ পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০২২ থেকে ‘বুল’-এর শ্যুটিং শুরু হবে বলেই খবর।