মুম্বই : সোশ্যাল সাইটে ভাইরাল টাইগার ৩(Tiger 3)-র শ্যুটিংয়ের মুহূর্ত।কিছুদিন আগেই মুম্বইয়ের মধ আইল্যান্ডে(Madh Island) স্পাই ইউনিভার্স ফিল্ম(Spy Universe Film) টাইগার ৩(Tiger 3)-র শ্যুটিং শেষ করেছেন শাহরুখ খান ও সলমন খান(ShahRukh Khan & Salman Khan)।সোশ্যাল সাইটে ভাইরাল হল তারই শ্যুটিংয়ের ভিডিয়ো।সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই চোখে পড়ছে একটি ভিডিয়ো, যাতে দেখা গিয়েছে পাঠান এবং টাইগার(Pathaan & Tiger) লুকে দেখা গিয়েছে বলিউডের দুই সুপারস্টার খানকে। দীর্ঘ টানাপোড়েনের পর গত মে মাসেই টাইগার ৩-র শ্যুটিং র্যাপ আপ(Wrap Up) করেছেন পরিচালক মণীশ শর্মা(Maneesh Sharma)।পাঠান ছবিতে পাঠানকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন টাইগার।এবার তারই প্রতিদানই ফিরিয়ে দিয়েছেন পাঠান। টাইগার ৩ ছবির গল্পে রয়েছে, শত্রুপক্ষের কবল থেকে আহত টাইগারকে মুক্ত করবেন তিনি।এবং বাইকে পালাবেন দুজনে। তাঁদের পিছনে ধাওয়া করে আসবে সন্ত্রাসবাদীদের দল।তবে পাঠান আর টাইগার যেখানে একসঙ্গে লড়ছেন দুর্বৃত্তদের ক্ষমতা কি তাদের মোকাবিলা করে।
Megastar #SalmanKhan & #ShahRukhKhan on the sets of #Tiger3 a few weeks back.
Btw SRK’s quote ” Salman Khan Leads The Path & We All Try To Follow It” is accurate herepic.twitter.com/v4ppofMQ31
— MASS (@Freak4Salman) June 2, 2023
প্রায় দশদিন ধরে হাই ভোল্টেজ অ্যাকশন প্যাকড্ শ্যুটিং চলার পর ফাইনালি টাইগার ৩-র শ্যুটিং পর্ব শেষ করেছেন নির্মাতারা।তবে ছবিতে শাহরুখ খান রয়েছেন নেহাতই ক্যামিও রোলে। মুখ্যভূমিকায় সলমনের নায়িকা জাসুস জোয়া-র চরিত্রে নজর কাড়বেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।সন্ত্রাসবাদী দলের প্রধানের ভূমিকায় দেখা যাবে ইমরান হাসমিকে। দিওয়ালিতে বড়পর্দায় মুক্তি পাবে টাইগার ৩।