বিদেশে জন্ম আর বড় হওয়া, আর কর্ম স্বদেশে। স্বদেশ- বিদেশের এই ফেরে পড়ে একেবারে নাজেহাল দশা অভিনেত্রী বনিতা সান্ধুর। তামিল ছবি ‘আদিত্য ভার্মা’তে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন বনিতা ।
বিদেশে জন্ম, বড় হওয়া -স্বাভাবিক ভাবেই তামিল ভাষাটা মোটেই জানেন না অভিনেত্রী। ‘আদিত্য ভার্মা’-য় ডাবিং আর্টিস্ট তাঁর হয়ে সংলাপ বলেছিলেন। তারপর বনিতাকে দেখা গেল সুজিত সরকারের ‘অক্টোবর’-এ। সেই ছবিতেও প্রায় প্রথম থেকেই কোমায় আচ্ছন্ন অবস্থায় দেখা গিয়েছিল তাকে। কাজেই সংলাপ প্রায় ছিলই না বনিতার মুখে। বিদেশে বড় হওয়ার দরুণ হিন্দিটা ভাল আসে না বানিতার! ‘অক্টোবর’-এ কাহিনির জোরেই ভাষার গেড়ো থেকে উদ্ধার পেয়েছিলেন তিনি !
আরও পড়ুন : খিলাড়ি কুমারের ‘গোর্খা’
সদ্য ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া ‘উধম সিং’-এ কাজ করেছেন ‘অক্টোবর গার্ল’। ছবিতে ‘উধম সিং’-এর প্রেমিকার চরিত্রে দেখা গেছে তাঁকে। ইতিহাসে অবশ্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা উধম সিং-এর প্রেমিকার কোনও চিহ্ন পাওয়া যায় না। তা সত্ত্বেও কাহিনির স্বার্থে ছবিতে উধম সিং-এর প্রেমিকার চরিত্রে বানিতাকে বেছেছিলেন পরিচালক সুজিত সরকার। আর কী আশ্চর্য! এই ছবিতেও পঞ্জাবি কুরির মুখে কোনও সংলাপ রাখেননি সুজিত। ভাগ্যক্রমে হিন্দি হোক বা দক্ষিণী যে ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন তিনি, সেখানেই কখনও ডাবিং শিল্পী কখনও বা সংলাপহীন অভিনয় নিয়েই তড়তড়িয়ে এগিয়েছে বনিতার অভিনয়। তবে এভাবে আর কতদিন আলাদিনের আশ্চর্য প্রদীপের সাহায্য পান বনিতা তাই দেখার!
আরও পড়ুন : কেয়ার অফ আর্থার রোড সংশোধনাগার