ফেব্রুয়ারিতে বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে চলেছে আলিয়া ভাট অভিনীত ছবি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র।বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে ছবি নির্বাচিত হওয়ায় দারুণ খুশি ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালি।সদ্যই এসএলবি জানিয়েছেন,২০০২সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের আন্তর্জাতিক মঞ্চে ‘দেবদাস’ প্রদর্শিত হওয়ায় যতটা উৎসাহ ও উন্মাদনা অনুভব করেছিলেন, ততটা এতদিনে আর পাননি তিনি।পরিচালকের মতে,বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল আন্তর্জাতিক সিনেমার অন্যতম সেরা প্ল্যাটফর্ম।স্পেশাল গালা সেকশনে মনোনীত হয়েছে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ ,সঞ্জয় লীলা বানশালির কাছে এটা একটা বিরাট প্রাপ্তি।
তিনি জানেন না এর আগে আর কোন কোন ভারতীয় ছবি এই বিশেষ বিভাগে প্রদর্শিত হয়েছে।তবে একটি মূলধারার ভারতীয় ছবি এই প্ল্যাটফর্মে দেখানো হবে,এতেই আনন্দিত পরিচালক। ১৮ফেব্রুয়ারি দেশ তথা গোটা বিশ্ব জুড়ে বড়পর্দায় মুক্তি পাবে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’। তার নতুন ছবি পছন্দ করবে দর্শক,আত্মবিশ্বাসী পরিচালক সঞ্জয় লীলা বানশালি।