বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যে ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুটিং সারছেন একথা মোটামুটি এতদিনে সকলেই জেনে গিয়েছেন।কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ইউকেতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে এই বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজের শ্যুটিং করছেন পিগি চোপস্।তবে আপাতত ইংলণ্ডের শ্যুটিং সিডিউল শেষ করে স্পেনে রয়েছে টিম ‘সিটাডেল’।সেখানেও যে প্রিয়াঙ্কার সবসময় শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেই কাটছে তা বলাই বাহুল্য।একটানা শ্যুটিংয়ের স্ট্রেস পড়ছিল তাঁর মনেও।তবে সদ্যই শ্যুটিং থেকে সাময়িক ছুটি পেয়েছিলেন অভিনেত্রী।আর সেই বিরতিও চুটিয়ে উপভোগ করলেন প্রিয়াঙ্কা চোপড়া।
আরও পড়ুন – প্রিয়াঙ্কার মাথায় নতুন পালক
View this post on Instagram
স্পেনের নীল জলের নিচে স্কুবা ডাইভিং করলেন তিনি।আর নায়িকার সেই মুহূর্তকে ভিডিওবন্দী করলেন টিম সিটাডেলের ক্যামেরা প্রকৌশলীরা।সেইসব অনবদ্য মূহুর্তকে নিজের ইনস্টায় শেয়ার করতে ভুললেন না প্রিয়াঙ্কা চোপড়া।নিজের সুন্দর অনুভূতি বর্ণনা করার পাশাপাশি তাকে ভিডিওবন্দী করার জন্য সিটাডেলের ক্যামেরার টিমকে ধন্যবাদও জানালেন অভিনেত্রী।
আরও পড়ুন – ‘ব্রডওয়ে’তে প্রিয়াঙ্কা- নিক
সিটাডেল-এর শ্যুটিং শেষ করেই লস এঞ্জেলস ফিরবেন অভিনেত্রী।নিজের প্রোডাকশন হাউজের বেশ কিছু কাজ সেরে ফের বলিউডে ফিরবেন জংলী বিল্লি।কারণ তাঁর জন্যই বাকি রয়েছে একাধিক ছবির শ্যুটিং।
আরও পড়ুন – লন্ডনে প্রিয়াঙ্কার অ্যাকশন