‘বাহুবলী’ ছবি খ্যাত দক্ষিণী অভিনেতা প্রভাস বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মধ্যেই তিনি তাঁর ২৫ তম ছবি ঘোষণা করেছেন। ছবির নাম ‘স্পিরিট’। ছবিটি পরিচালনা করবেন সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার। আর এই ছবিতেই প্রভাসের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বলিউড হার্টথ্রব নবাব-পত্নী করিনা কাপুর খানকে।
আরও পড়ুন: প্রভাসের ‘সালার’ ফাঁস
দক্ষিণে একটি বিনোদনমূলক পোর্টালের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক সন্দ্বীপ করিনা কাপুরকে ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে চিত্রনাট্য পড়ে কারিনা এই ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে এই ছবির জন্য প্রভাস নাকি ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এর আগে বেশ কয়েকটি ছবির জন্য তিনি নিয়েছিলেন ১০০ কোটি টাকা। এই ছবিটির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল প্রভাস। কিন্তু প্রভাস ১৫০ কোটি টাকা পারিশ্রমিক চাওয়ার পর, জানা যাচ্ছে রাম চরণের কাছে প্রত্যাখ্যাত হযন পরিচালক। পরে এই চরিত্রটির জন্য প্রস্তাব দিয়েছিলেন মহেশ বাবু,আল্লু আর্জুনকে।
কিন্তু তাঁরা কোন আগ্রহ প্রকাশ করেননি। তারপর প্রভাসের কাছে প্রস্তাবটি ফিরে আসে। অন্যদিকে কারিনা কাপুর একটি বলিউড ছবিতে ‘সীতা’ চরিত্রে অভিনয় করার জন্য মাত্রাতিরিক্ত পারিশ্রমিক চাওয়ার পর তা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। প্রভাসের সঙ্গে এই ছবিতে রোমান্স করার জন্য করিনা কাপুর কত টাকা পারিশ্রমিক চেয়েছেন তা অবশ্য জানা যায়নি। বেশ কিছুদিন আগে ‘আদিপুরুষ’ ছবির শুটিং এর সময় অভিনেতা প্রভাস করিনা কাপুরের জন্য বিরিয়ানি পাঠিয়ে ছিলেন। এই ছবিতে কারিনা না থাকলেও ছিলেন ছোটে-নবাব সইফ আলি খান। পরে করিনা সেই বিরিয়ানির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এখন ‘স্পিরিট’ ছবিতে দেখা যেতে পারে সেই করিনার সঙ্গেই প্রভাসকে রোমান্স করতে।এই ছবির মধ্যে দিয়েই করিনার তেলেগু সিনেমায় অভিষেক হতে চলেছে।