ওয়েব ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব(Mukul Dev)। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। আইসিইউতে (ICU) ভর্তি ছিলেন তিনি। শুক্রবার গভীর রাতে অবস্থার আরও অবনতি হয়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিনেতার (Actor)। মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে অভিনেতা মুকুল দেব (Mukul Dev)। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া বলিউডে। মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও।
প্রয়াত অভিনেতা মুকুলের আরও এক পরিচয় তিনি জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ( Rahul Dev) ভাই। শনিবার সকালে মুকুলের মৃত্যুর খবর সামনে এনেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj bajpayee)। এরপরই মুকুলের বাড়িতে ভিড় জমতে থাকে একের পর এক তারকার। সোশ্যাল মিডিয়ায় মুকুলের ছবি পোস্ট করে দু:খপ্রকাশ করেন বহু অভিনেতা- অভিনেত্রী। এত কম বয়সে অভিনেতার মৃত্যুতে শোকে আছন্ন গোটা পরিবার থেকে আত্মীয় পরিজনেরা।
আরও পড়ুন: ‘হেরাফেরি ৩’: অক্ষয়কে সুদ সমেত অগ্রিম টাকা ফেরালেন পরেশ রাওয়াল! কত টাকা পারিশ্রমিক ছিল!
নয়াদিল্লিতে পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুলের (Mukul Dev) ৷ তাঁর বাবা-মা ছিলেন জলন্ধরের ৷ তাঁর বাবা হরি দেব ছিলেন অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশ ৷ তিনিই মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করান ৷ অভিনেতা মুকুল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। ১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক ‘মুমকিন’ দিয়ে হাতে খড়ি মুকুলের ৷ এরপর ‘দস্তক’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি৷ বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। তাঁর সিনেমার তালিকায় রয়েছে, ‘ওয়াজুদ’, ‘মুঝে মেরি বিবি সে বাঁচাও’, ‘প্যায়ার জিন্দা হ্যায়’, ‘কভি কভি প্যায়ার কভি কভি ইয়ার’, আওয়ারা, বচ্চন, ক্রিয়েচার 3ডি-র মতো সিনেমা ৷ সলমন খানের সঙ্গে জয় হো সিনেমা বিশেষভাবে নজর কেড়েছিল দর্শকদের। হিন্দি সিনেমা ছাড়াও গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিতেও অভিনয় করেছেন মুকুল। জিৎ-র সঙ্গে একাধিক বাংলা ছবিও জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। সিনেমা-সিরিয়ালে একাধিকবার খলচরিত্রে নজর কেড়েছিলেন মুকুল। টলিউড সুপারস্টার জিতের আওয়ারা সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।
দেখুন অন্য ভিডিও