বলিপাড়ায় ফের থাবা বসালো কোভিড-১৯।করোনায় আক্রান্ত কবীর বেদির মেয়ে বলিউড অভিনেত্রী পূজা বেদি।সোশ্যাল সাইটে ভিডিও শেয়ার করে নিজের অসুস্থতার খবর জানালেন জো জিতা ওহি সিকন্দর খ্যাত এই অভিনেত্রী।ইনস্টা ভিডিওতে পূজা জানিয়েছেন,কয়েকদিন ধরেই শরীর ঠিক ছিল না তাঁর,সর্দিতে ভুগছিলেন তিনি।প্রথমে পূজা ভেবেছিলেন,অ্যালার্জির জন্য এমনটা হয়েছে,কারণ তার ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে।কিন্তু তারপরই অভিনেত্রী জ্বরে আক্রান্ত হন।এরপরই পূজা করোনা পরীক্ষা করান,এবং দেখা যায়, তিনি করোনার কবলে পড়েছেন।তবে ইতিমধ্যেই তিনি সাবধানতা অবলম্বন করেছেন।ওষুধের পাশাপাশি আয়ুর্বেদের উপরও ভরসা রাখছেন পূজা বেদি।এনার্জির জন্য নিয়মিত আখের জুসও খাচ্ছেন তিনি।
আরও পড়ুন – জলের নিচে প্রিয়াঙ্কা
View this post on Instagram
অভিনেত্রী আরও জানিয়েছেন,এখনও পর্যন্ত তিনি করোনার ভ্যাকসিন নেন নি তিনি,ভবিষ্যতেও নেবেন না।প্রাকৃতিক উপায়েই রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করতে চান তিনি,এটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।
আরও পড়ুন – কার্তিকের নতুন নায়িকা